পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi US Visit: ‘ভারত-মার্কিন সম্পর্ক আরও মজবুত হবে,’ প্রথম ‘স্টেট ভিজিটে’ যাওয়ার আগে বার্তা মোদির - First Ever Official State Visit for Narendra Modi

4 দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 9 বছরের শাসনকালে এটি তাঁর প্রথম অফিসিয়াল স্টেট ভিজিট ৷ এই সফরে দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করাই লক্ষ্য বলে জানিয়েছেন তিনি ৷

PM Modi US Visit ETV BHARAT
PM Modi US Visit

By

Published : Jun 20, 2023, 10:41 AM IST

নয়াদিল্লি, 20 জুন: প্রথমবার অফিসিয়াল ‘স্টেট ভিজিট’-এ গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 21-24 জুনের এই সফর নিয়ে মোদির বার্তা, ‘‘আমার এই মার্কিন যুক্তরাষ্ট্র সফর দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করে তুলবে ৷’’ প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে এটি নরেন্দ্র মোদির 9 বছরের শাসনকালে প্রথম অফিসিয়াল স্টেট ভিজিট ৷ তাঁর যুক্তরাষ্ট্রের সফর সূচি নিয়ে মোদি একটি বিবৃতি প্রকাশ করেছেন ৷ তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক যোগ দিবসে তিনি রাষ্ট্রসংঘের হেড কোয়ার্টারে উপস্থিত থাকবেন ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বিবৃতিতে উল্লেখ করেছেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলাম ৷ সেখানে নিউ ইয়র্ক সিটি এবং ওয়াশিংটন ডিসি-তে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেব ৷ যেখানে যোগ দিবস উদযাপন করতে রাষ্ট্রসংঘের হেড কোয়ার্টারে উপস্থিত থাকব ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে ৷ ইউএস কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য পেশ-সহ একাধিক কর্মসূচি রয়েছে এই সফরে ৷’’

এখানেই শেষ নয় ৷ প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই অফিসিয়াল স্টেট ভিজিটে তিনি একাধিক শিল্পপতি, ভারতীয় বংশদ্ভুত মার্কিন নাগরিক এবং বিভিন্ন ক্ষেত্রের নেতৃত্বের সঙ্গে আলাপ করবেন ৷ তাঁদের সঙ্গে দেখা করে ভারতের সার্বিক উন্নতির জন্য তিনি সচেষ্ট থাকবেন ৷ বিশেষত, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যেসব চুক্তিগুলি রয়েছে ৷ সেগুলিকে আরও মজবুত করতে গভীর আলোচনা হবে দুই দেশের মধ্যে ৷ যার মধ্যে অন্যতম বাণিজ্য, অর্থনীতি, উদ্ভাবন, প্রযুক্তি-সহ অন্যান্য বিষয়গুলি রয়েছে ৷

আরও পড়ুন:দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মানদণ্ড স্থাপন হবে মোদির আমেরিকা সফরে, আসছে বড় ঘোষণা: পেন্টাগন

ভারতীয় সময় আগামিকাল অর্থাৎ, 21 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন মুলুকে পৌঁছাবেন ৷ ওইদিন আন্তর্জাতিক যোগ দিবসে তিনি রাষ্ট্রসংঘের হেড কোয়ার্টারে যাবেন ৷ সেখানে ইউএন নেতৃত্ব এবং বিশ্বের অন্যান্য দেশের সদস্যদের সঙ্গে যোগ দিবস পালন করবেন ৷ 2014 সালে ভারতের আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তাবে সম্মতি জানিয়েছিল রাষ্ট্রসংঘ ৷ সেই মতো 21 জুন বিশ্বের সর্বত্র দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হয় ৷ আর প্রথমবার প্রধানমন্ত্রী তাঁর প্রস্তাবিত এই দিনটি উদযাপন করতে রাষ্ট্রসংঘের হেড কোয়ার্টারে উপস্থিত থাকবেন ৷

আরও পড়ুন:21 জুন আন্তর্জাতিক যোগ দিবস, রাষ্ট্রসংঘের সদর দফতরে 'ক্লাস' নেবেন মোদি

22 জুন তিনি ওয়াশিংটন ডিসি যাবেন ৷ সেখানে হোয়াইট হাউসে মোদির প্রথম ‘স্টেট ভিজিটে’ তাঁকে স্বাগত জানাবেন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ প্রধানমন্ত্রী বিবৃতিতে জানিয়েছেন, সেই সাক্ষাতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক, তা আরও মজবুত হবে ৷ পাশাপাশি, দুই দেশের মধ্যে বোঝাপড়া আরও দৃঢ়তা লাভ করবে ৷ হোয়াইট হাউসে দুই রাষ্ট্রপ্রধানের দ্বিপাক্ষিক আলোচনায় বাণিজ্য, অর্থনীতি, উদ্ভাবন, প্রযুক্তি, আবহাওয়া পরিবর্তন-সহ একাধিক বিষয় উত্থাপন হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন:বেলারুসে পারমাণবিক অস্ত্র মজুত করা হয়েছে, বিস্ফোরক মন্তব্য পুতিনের

উল্লেখ্য, 2014 সালে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন সফরে গিয়েছিলেন ৷ বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প এমনকি 2021 সালের সেপ্টেম্বরে জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন মোদি ৷ কিন্তু, কোনওটাই মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে ‘স্টেট ভিজিট’ ছিল না ৷ শেষবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ‘স্টেট ভিজিটে’ গিয়েছিলেন মনমোহন সিং ৷ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণে 2009 সালের 23-25 নভেম্বর স্টেট ভিজিটে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷

ABOUT THE AUTHOR

...view details