নয়াদিল্লি/রায়পুর, 4 নভেম্বর: ছত্তিশগড়ের সেই ছোট্ট মেয়েটিকে চিঠি লিখে প্রতিশ্রুতি রক্ষা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নির্বাচনমুখী ছত্তিশগড়ে এক নির্বাচনী জনসভায় বক্তৃতার সময় প্রধানমন্ত্রীর ছবি এঁকে এনেছিল খুদে আকাঙ্খা ৷ মঞ্চ থেকে সেই ছবি-সহ মেয়েটিকে দেখতে পান প্রধানমন্ত্রী ৷ পরে মেয়েটির পরিবারের সদস্যদের থেকে ছবিটি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা। ছত্তিশগড়ের কাঙ্কের জনসভায় ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ৷ তারই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর এই ধন্যবাদপত্র ৷
প্রধানমন্ত্রী মোদি সেই ছবি প্রাপ্তি স্বীকার করে এক্সে লেখেন, "কন্যা আমি তোমাকে আশীর্বাদ করি ৷ তোমার ঠিকানা লিখে দিও ৷ আমি অবশ্যই তোমাকে চিঠি লিখব ৷" এরপরই প্রধানমন্ত্রীর সেই চিঠি পৌঁছে যায় মেয়েটির কাছে ৷ আকাঙ্খা নামের মেয়েটিকে সম্বোধন করে হিন্দিতে প্রধানমন্ত্রী চিঠি লিখে জানিয়েছেন, কামনা করছি সে যেন সাফল্যের সঙ্গে তার জীবনে এগিয়ে যায় ৷ সে সমাজ ও তার পরিবারের গৌরব আনতে সক্ষম হবে।
আগামী 25 বছর তোমার মত মেয়েরা তরুণ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ হবে বলেও চিঠিতে উল্লেখ করেন মোদি। প্রধানমন্ত্রী খুদে আকাঙ্খাকে জানিয়েছেন, দেশের মেয়েরাই উজ্জ্বল ভবিষ্যৎ। তিনি জানান, তাদের কাছ থেকে তিনি যে ভালোবাসা অর্জন করেন, তা জাতির সেবায় তাঁর শক্তি হয়ে দাঁড়ায়। মোদি মেয়েটিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, "সরকারের লক্ষ্য সবসময় আমাদের মেয়েদের জন্য একটি সুস্থ, নিরাপদ এবং সুরক্ষিত দেশ গড়ে তোলা।"