নয়াদিল্লি, 12 ফেব্রুয়ারি : সাত দফায় বিধানসভা নির্বাচন হচ্ছে উত্তরপ্রদেশে (Uttar Pradesh Assembly Election 2022) ৷ বৃহস্পতিবার শেষ হয়েছে প্রথম দফার ভোটগ্রহণ ৷ তাতেই নিশ্চিত হওয়া গিয়েছে যে বিজেপিই আবার উত্তরপ্রদেশের সরকার গড়তে চলেছে ৷ শনিবার এই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷
উত্তরপ্রদেশে দ্বিতীয় দফার নির্বাচন আগামী সোমবার ৷ শনিবার সেই নির্বাচনের জন্য প্রচারের শেষদিন ছিল ৷ এদিন মোদি হাজির হয়েছিলেন কনৌজে ৷ সেখানে তিনি বলেন, ‘‘প্রথম দফার ভোটেই নিশ্চিত হয়েছে যে বিজেপিই উত্তরপ্রদেশের ক্ষমতায় ফিরছে (PM Modi says Uttar Pradesh First Phase of Polls has Confirmed BJPs Win) ৷’’ একই সঙ্গে তিনি সম্প্রদায় বা জাতির ভিত্তিতে ভোট ভাগ না করার আবেদনও জানিয়েছেন ৷