পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi tribute : কল্যাণ সিং আর সুশাসন সমার্থক, লখনউতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে টুইট মোদির

লখনৌতে তাঁর বাড়ি পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শেষবার তাঁর শায়িত দেহে শ্রদ্ধা জানিয়ে আবেগময় টুইট করলেন তিনি ৷

কল্যাণ সিংকে প্রণাম মোদির
কল্যাণ সিংকে প্রণাম মোদির

By

Published : Aug 22, 2021, 12:49 PM IST

লখনউ, 22 অগস্ট : উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে লখনউতে তাঁর বাড়ি পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে একটি টুইট করেন তিনি ৷

এই টুইটে মোদি জানিয়েছেন, "কল্যাণ সিংজির জীবনের মন্ত্র ছিল জনকল্যাণ ৷ তিনি উত্তরপ্রদেশের উন্নয়ন এবং দেশের উন্নয়নের জন্য কাজ করেছেন ৷ সততা আর সুশাসন তাঁর নামের সঙ্গে জুড়ে গিয়ে সমার্থক হয়ে গিয়েছিল ৷"

লখনৌতে প্রয়াত কল্যাণ সিংকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন প্রধানমন্ত্রী

শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলে প্রধানমন্ত্রী বলেন, "আমরা একজন যোগ্য নেতাকে হারালাম ৷ তাঁর মূল্যবোধ আর অঙ্গীকারগুলি যতদূর সম্ভব গ্রহণ করে তাঁর জায়গা পূরণের চেষ্টা করব ৷ তাঁর স্বপ্ন পূরণে কোনও কিছু করতে বাকি রাখব না ৷ আমি ভগবান রামের কাছে প্রার্থনা করি, তিনি যেন কল্যাণ সিংকে তাঁর কাছে আশ্রয় দেন এবং এই বিচ্ছেদ বেদনা সহ্য করার শক্তি দেন তাঁর পরিবারকে ৷"

আরও পড়ুন : Kalyan Singh: তৃণমূল স্তরের কর্মী থেকে মুখ্যমন্ত্রী, কল্যাণ সিংয়ের রাজনৈতিক জীবন ছিল বৈচিত্র্যময়

তাঁকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ৷ তিনি সেখানে লিখেছেন, "শ্রদ্ধেয় কল্যাণ সিংজিকে একজন রাজনৈতিক সাধু বলব আমি ৷ পদ-প্রতিষ্ঠার কোনও মোহ যাঁকে ছুঁতে পারেনি ৷ তিনি দৃঢ়সংকল্পের প্রতিমূর্তি ৷ অর্জুনের মতোই তিনি তাঁর লক্ষ্যে অবিচল ছিলেন ৷ সফলতা তাঁকে বরণ করেছে ৷"

সোমবার (23 অগস্ট) সর্বজনীন শোকদিবস এবং তিন দিন রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার ৷ 23 অগস্ট তাঁর অন্ত্যেষ্টি ক্রিয়া রাজকীয় সম্মানের সঙ্গে করা হবে বলে জানানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details