নয়াদিল্লি,19 অগস্ট:দেশবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi Greets nation on Janmashtami )। এই শুভেচ্ছা বার্তা জানিয়ে শুক্রবার সকালে হিন্দিতে টুইট করেন প্রধানমন্ত্রী । তিনি লেখেন, "এই আনন্দ উৎসব দেশবাসীর জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসবে।" শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । তিনি লেখেন, "সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা । ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জ্ঞান বুদ্ধি এবং শান্তি দিন এই প্রার্থণা করি ।"
দিন চারেক আগেই স্বাধীনতা দিবসের আনন্দে মেতে উঠেছিল দেশ । স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষ্যে আজাদি কা অমৃত মহোৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার (Azadi ka Amrit Mahotsav)। বেশ কয়েক মাস ধরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতার হীরক জয়ন্তি পালন করে দেশ । সেদিন লালকেল্লা থেকে জাতির উদ্দেশে দীর্ঘ ভাষণ দেন প্রধানমন্ত্রী (PM Addressed The Nation From Red Fort)। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই এই বিশেষ দিনে জাতির উদ্দেশে উদ্দেশে দেন প্রধানমন্ত্রীরা । এবারের ভাষণেও দেশের উন্নতির রূপরেখা ঠিক করে দেন প্রধানমন্ত্রী । স্বাধীনতার একশো বছর পূর্ণ করার সময় ভারতকে কী অবস্থায় দেখতে চান তাও সবিস্তারে জানান তিনি । পাশাপাশি জোর দেন নারীদের উন্নয়নে ।