পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Narendra Modi : বিল পাসের সময় অনুপস্থিত বিজেপি সাংসদরা, রাজ্যসভার ঘটনায় ক্ষুব্ধ মোদি

সোমবার রাজ্যসভায় ট্রাইবিউন্যালস সংস্কার বিলটি পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ কিন্তু, বিরোধীরা সেটি সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি তোলেন ৷ সেই সময় বিজেপির বহু সাংসদই রাজ্যসভায় উপস্থিত ছিলেন না ৷ সূত্রের খবর, এই ঘটনায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর যাতে এমন ঘটনা না ঘটে, সেই বিষয়ে দলীয় সাংসদদের সতর্ক করে দিয়েছেন তিনি ৷

PM Modi expresses displeasure over absence of RS BJP MPs during passage of crucial Bill
Narendra Modi : গুরুত্বপূর্ণ বিল পাসের সময় অনুপস্থিত বিজেপি সাংসদরা, রাজ্যসভার ঘটনায় ক্ষুব্ধ মোদি

By

Published : Aug 10, 2021, 4:50 PM IST

নয়াদিল্লি, 10 অগস্ট :গুরুত্বপূর্ণ বিল পাসের সময় রাজ্যসভায় অনুপস্থিত থাকছেন দলের সাংসদরা ৷ আর তা নিয়েই মঙ্গলবার উষ্মা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ এদিন তাঁর নেতৃত্বেই বৈঠক করেন বিজেপির সংসদীয় দলের সদস্যরা ৷ সংসদের চলতি বাদল অধিবেশনে এটাই তাঁদের শেষ বৈঠক ৷ সেই বৈঠকেই উচ্চকক্ষে দলীয় সাংসদদের ভূমিকা নিয়ে সরব হন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন :Mallikarjun Kharge : সাসপেন্ড হওয়া তৃণমূল সাংসদদের রাজ্যসভায় ঢুকতে বাধা, সরব বিরোধী দলনেতা

উল্লেখ্য, সোমবার রাজ্যসভায় ট্রাইবিউন্যালস সংস্কার বিলটি পেশ করা হয় ৷ বিরোধীরা সেটি সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি তোলেন ৷ সেই সময় বিজেপির বহু সাংসদই রাজ্যসভায় উপস্থিত ছিলেন না ৷ সূত্রের খবর, মঙ্গলবার বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী ৷ তিনি সাফ জানিয়ে দেন, সাংসদদের সর্বদা নিয়ম মেনে চলতে হবে ৷ সংসদে এই ধরনের আচরণ বরদাস্ত করা হবে না ৷ পাশাপাশি, এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেই বিষয়েও দলের সাংসদদের সতর্ক করে দেন প্রধানমন্ত্রী ৷ এমনকী, সোমবার রাজ্যসভায় কোন কোন বিজেপি সাংসদ অনুপস্থিত ছিলেন, বিস্তারিতভাবে সেই খোঁজও নেন তিনি ৷

সোমবার রাজ্যসভায় পাসের জন্য ট্রাইবিউন্যালস সংস্কার বিলটি পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Union Finance minister Nirmala Sitharaman) ৷ আর তারপরই বিলটির বিরোধিতায় সরব হন বিরোধীরা ৷ সূত্রের খবর, গোটা ঘটনায় অত্যন্ত হতাশ প্রধানমন্ত্রী ৷ দলীয় সাংসদদের মধ্যে অনুশাসনের অভাব তাঁকে বিরক্ত করেছে ৷ এদিনের বৈঠকে নিজের মনোভাব স্পষ্ট করে দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন :Pegasus Spyware : এনএসও-র সঙ্গে আর্থিক লেনদেন হয়নি, রাজ্যসভায় জানালেন প্রতিরক্ষা রাষ্ট্রমন্ত্রী

প্রসঙ্গত, কৃষক আন্দোলন, পেগাসাস বিতর্ক, মুদ্রাস্ফীতি, করোনা পরিস্থিতি, টিকার অপ্রতুলতা-সহ নানা ইস্যুতে বিরোধীদের হট্টগোলের জেরে আগাগোড়া উত্তপ্ত রয়েছে সংসদের বাদল অধিবেশন ৷ বিরোধীদের হইচইয়ের কারণে বারবার মুলতুবি করে দিতে হয়েছে সভার কাজ ৷ কিন্তু তার মধ্যেও একের পর এক বিল পাস করিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ তা নিয়েও সমালোচনা কম হচ্ছে না ৷ এরই মধ্যে সোমবারের ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর পর্যবেক্ষণ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ৷ পরিস্থিতি যাই হোক, মোদি সরকার যে তাদের হাতে থাকা বিলগুলি পাস করাতে বদ্ধপরিকর, তা এর থেকেই স্পষ্ট ৷ প্রসঙ্গত, করোনা আবহেই চলতি বাদল অধিবেশন শুরু হয়েছে গত 19 জুলাই ৷ চলবে আগামী 13 অগস্ট পর্যন্ত ৷

ABOUT THE AUTHOR

...view details