পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi condoles death of Birju Maharaj: বিরজু মহারাজের প্রয়াণে শোকাহত নমো, নৃত্যশিল্পী না-হলে কী হতেন ? - Yogi Adityanath on Birju Maharaj

বিরজু মহারাজের প্রয়াণে শোকাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi condoles death of Birju Maharaj)৷ কিংবদন্তি নৃত্যশিল্পী না-হলে কী হতেন বিরজু মহারাজ (Pandit Birju Maharaj passes away)? শেয়ার করেছেন তাঁর নাতনি রাগিনী ৷

PM Modi condoles death of Birju Maharaj
বিরজু মহারাজের প্রয়াণে শোকাহত নমো, নৃত্যশিল্পী না-হলে কী হতেন ?

By

Published : Jan 17, 2022, 10:03 AM IST

নয়াদিল্লি, 17 জানুয়ারি: একই অঙ্গে অনেক রূপ ৷ প্রবাদপ্রতিম কত্থক শিল্পী বিরজু মহারাজ ৷ তবে শুধু কত্থকই নয়, তাঁর অসাধারণ দক্ষতা ছিল গান, আঁকা ও বাদ্যযন্ত্রেও ৷ সাবলীল ভাবে প্রায় সব ধরনের ড্রাম বাজাতেন ৷ বিশেষ অনুরাগ ছিল তবলা ও নালের প্রতি ৷ গান গেয়েও ভুবন মাতিয়েছেন এই কিংবদন্তি ৷ ঠুমরি, গজল, ভজনে ছিল তাঁর অবাধ বিচরণ ৷ সংস্কৃতির জগত ছাড়া প্রখ্যাত শিল্পীর ভাল লাগার বিষয় ছিল একেবারে ভিন্ন ক্ষেত্রে ৷

বিরজু মহারাজের প্রয়াণের পর তাঁর স্মৃতিচারণ করতে গিয়ে তাঁর নাতনি রাগিনী মহারাজ দাদুর সম্পূর্ণ একটি অন্য দিক উন্মোচন করেছেন ৷ তিনি জানিয়েছেন, যে কোনও গ্যাজেটের প্রতি বিশেষ আকর্ষণ ছিল কথকশিল্পীর ৷ রাগিনীর কথায়, "তিনি গ্যাজেট খুব ভালবাসতেন ৷ যত দ্রুত সম্ভব তা কিনে ফেলার চেষ্টা করতেন ৷ তিনি সবসময় বলতেন, নৃত্যশিল্পী না-হলে, তিনি একজন মেক্যানিক হতেন ৷ মনের মধ্যে সর্বদা তাঁর হাসিমুখের ছবিটাই ধরা থাকবে ৷"

কিংদন্তি শিল্পীর প্রয়াণে শোকাহত দেশ ৷ টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi condoles death of Birju Maharaj)৷ বিরজু মহারাজের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করে মোদি লিখেছেন, "পণ্ডিত বিরজু মহারাজজির মৃত্যুতে গভীর ভাবে শোকাহত ৷ তিনি ভারতীয় নৃত্যশিল্পকে বিশ্বজুড়ে অনন্য স্বীকৃতি দিয়েছিলেন । তাঁর চলে যাওয়া সমগ্র শিল্প জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি । শোকের এই মুহূর্তে তাঁর পরিবার ও ভক্তদের প্রতি আমার সমবেদনা । ওম শান্তি !"

আরও পড়ুন:Pandit Birju Maharaj Passes Away : প্রয়াত কথ্থক সম্রাট পন্ডিত বিরজু মহারাজ

শিল্পের দুনিয়ায় বিরজু মহারাজের প্রয়াণ অপূরণীয় ক্ষতি, টুইটে লিখেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath on Birju Maharaj)৷

গায়ক আদনান স্বামীও (Adnan sami remembers Birju Maharaj) বিরজু মহারাজের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে টুইটে লিখেছেন, "পারফর্মিং আর্টসের ক্ষেত্রে একটি প্রতিষ্ঠানকে আমরা হারালাম ৷ তাঁর অবদান দিয়ে তিনি বহু প্রজন্মকে উদ্বুদ্ধ করেছেন ৷"

চিত্রনির্মাতা অশোক পণ্ডিত লিখেছেন, "ভারত একটা রত্নকে হারাল ৷"

কথকের পরিবারে জন্ম । সাত পুরুষ ধরে তাঁদের পরিবারে চর্চা চলছে এই নৃত্যের ৷ তাঁর দুই কাকা শম্ভু মহারাজ এবং লচ্ছু মহারাজ ছিলেন বিখ্যাত নৃত্য শিল্পী । বিরজুর গুরু ছিলেন বাবা অচ্চন মহারাজ ।

নাচের মধ্যে দিয়েই জীবনের নানা গল্প শোনাতেন বিরজু মহারাজ (Pandit Birju Maharaj passes away)৷ তাঁকে ঘিরে থাকা মানুষজন তাঁর সঙ্গ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেন ৷ দেশের দ্বিতীয় বৃহত্তম নাগরিক সম্মান পদ্মবিভূষণ পেয়েছেন ৷ ভালোবেসে তাঁকে সবাই ডাকতেন পণ্ডিতজি, মহারাজজি ৷ বিরাট মাপের এই মানুষটি সবসময় থাকতেন মাটির কাছাকাছি ৷ নিজের ভেতরের শৈশবটাকে বাঁচিয়ে রেখেছিলেন বিরজু মহারাজ ৷ ছোট্ট নাতির সঙ্গে খেলা করতে করতেই পৌঁছে গেলেন জীবন সায়াহ্নে ৷ 83 বছর বয়সে থেমে গেল ঘুঙুরের ঝঙ্কার ৷ চিরঘুমে শায়িত হলেন বিরজু মহারাজ ৷

ABOUT THE AUTHOR

...view details