নয়াদিল্লি, 17 জানুয়ারি: একই অঙ্গে অনেক রূপ ৷ প্রবাদপ্রতিম কত্থক শিল্পী বিরজু মহারাজ ৷ তবে শুধু কত্থকই নয়, তাঁর অসাধারণ দক্ষতা ছিল গান, আঁকা ও বাদ্যযন্ত্রেও ৷ সাবলীল ভাবে প্রায় সব ধরনের ড্রাম বাজাতেন ৷ বিশেষ অনুরাগ ছিল তবলা ও নালের প্রতি ৷ গান গেয়েও ভুবন মাতিয়েছেন এই কিংবদন্তি ৷ ঠুমরি, গজল, ভজনে ছিল তাঁর অবাধ বিচরণ ৷ সংস্কৃতির জগত ছাড়া প্রখ্যাত শিল্পীর ভাল লাগার বিষয় ছিল একেবারে ভিন্ন ক্ষেত্রে ৷
বিরজু মহারাজের প্রয়াণের পর তাঁর স্মৃতিচারণ করতে গিয়ে তাঁর নাতনি রাগিনী মহারাজ দাদুর সম্পূর্ণ একটি অন্য দিক উন্মোচন করেছেন ৷ তিনি জানিয়েছেন, যে কোনও গ্যাজেটের প্রতি বিশেষ আকর্ষণ ছিল কথকশিল্পীর ৷ রাগিনীর কথায়, "তিনি গ্যাজেট খুব ভালবাসতেন ৷ যত দ্রুত সম্ভব তা কিনে ফেলার চেষ্টা করতেন ৷ তিনি সবসময় বলতেন, নৃত্যশিল্পী না-হলে, তিনি একজন মেক্যানিক হতেন ৷ মনের মধ্যে সর্বদা তাঁর হাসিমুখের ছবিটাই ধরা থাকবে ৷"
কিংদন্তি শিল্পীর প্রয়াণে শোকাহত দেশ ৷ টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi condoles death of Birju Maharaj)৷ বিরজু মহারাজের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করে মোদি লিখেছেন, "পণ্ডিত বিরজু মহারাজজির মৃত্যুতে গভীর ভাবে শোকাহত ৷ তিনি ভারতীয় নৃত্যশিল্পকে বিশ্বজুড়ে অনন্য স্বীকৃতি দিয়েছিলেন । তাঁর চলে যাওয়া সমগ্র শিল্প জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি । শোকের এই মুহূর্তে তাঁর পরিবার ও ভক্তদের প্রতি আমার সমবেদনা । ওম শান্তি !"
আরও পড়ুন:Pandit Birju Maharaj Passes Away : প্রয়াত কথ্থক সম্রাট পন্ডিত বিরজু মহারাজ