দিল্লি, 22 জানুয়ারি : ভারতীয় ক্রিকেট দল যেভাবে ব্রিসবেন টেস্টে জয় ছিনিয়ে আনল, তা ভারতবাসীর কাছে অনুপ্রেরণা হোক৷ এভাবেই ভারত সমস্ত চ্যালেঞ্জকে হারিয়ে এগিয়ে চলুক৷ এমনটাই চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শুক্রবার তেজপুর বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এই কথাই জানিয়েছেন প্রধানমন্ত্রী৷
ভার্চুয়াল বক্তৃতার সময় প্রধানমন্ত্রী ভারতের ওই জয়ের সঙ্গে কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের যোগসূত্র তৈরি করেন৷ তাঁর কথায়, ‘‘প্যানডেমিকের শুরুতে সবাই ভাবছিলেন যে কী হবে! কিন্তু, দেশ সহনশীলতা দেখিয়েছে ৷ ভারতে উপলব্ধ সমাধান দিয়েই কোভিডের বিরুদ্ধে লড়াই করেছি৷’’ আর তার পরই ভারতের জয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘আমাদের কাজ ও তার প্রতিক্রিয়া দেওয়ার বিষয়টি বদলে গিয়েছে৷’’
প্যানডেমিকের সময়ই আত্মনির্ভর ভারত প্রকল্পের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী৷ এদিন সেই কথাও টেনে আনেন তিনি৷ জানান যে স্বাধীনতার 75 তম বর্ষে প্রবেশ করার সময় ভারতবাসীকে নতুন ও আত্মনির্ভর ভারত তৈরি করতে হয়৷ এখান থেকে স্বাধীনতার 100 বছর পর্যন্ত ভারতের যুব সমাজের জন্য খুব গুরুত্বপূর্ণ বলে তিনি জানিয়েছেন৷
আরও পড়ুন :বিদেশের মাটিতে ভারতের 'জয় হো'
তেজপুর বিশ্ববিদ্যালয়েরর ছাত্রদের উদ্দেশ্যে তিনি জানান, লড়াইয়ের জন্য ভারত ক্রিকেট দলকেই অনুপ্রেরণা হিসেবে ধরা উচিত৷ কারণ, অস্ট্রেলিয়া সফরে ভারত অনেক সমস্যার মুখোমুখি হয়েছিল৷ প্রথম ম্যাচে বিরাটের দল খারাপ ভাবে হেরে যায়৷ অভিজ্ঞতাও কম ছিল৷ কিন্তু আত্মবিশ্বাস বেশি থাকায় ভারতীয় ক্রিকেটাররা ইতিহাস তৈরি করতে পেরেছেন৷