পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Narendra Modi: 'বিজেপি'র প্রতি ভালোবাসা বাড়ছে তেলেঙ্গানার', হায়দরাবাদকে 'ভাগ্যনগর' সম্বোধন মোদির - PM Narendra Modi calls Hyderabad as Bhagyanagar

আগামী বছর বিধানসভা নির্বাচন তেলেঙ্গানায় ৷ দক্ষিণের এই রাজ্য দখলকে পাখির চোখ করে ইতিমধ্যেই ঘুঁটি সাজাতে শুরু করেছে বিজেপি ৷ মনে করা হচ্ছে, হায়দরাবাদে গেরুয়া শিবিরের জাতীয় কার্যকরী সমিতির বৈঠকও সেই লক্ষ্যেই (BJP National Executive Meeting) ৷

PM Narendra Modi in hyderabad
তেলেঙ্গানায় নরেন্দ্র মোদি

By

Published : Jul 3, 2022, 10:54 PM IST

Updated : Jul 3, 2022, 11:00 PM IST

হায়দরাবাদ, 3 জুলাই: হায়দরাবাদে বিজেপি'র জাতীয় কার্যকরী সমিতির বৈঠকে যোগ দিতে এসে নিজামের শহরকে 'ভাগ্যনগর' বলে সম্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi calls Hyderabad as Bhagyanagar) ৷ রবিবার দলের বৈঠকে তিনি বলেন, "হায়দরাবাদ হল ভাগ্যনগর ৷ সর্দার পাটেল অখন্ড ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ৷ এখন বিজেপি'র কাজ সেই দায়িত্ব বহন করা ৷"

প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরেই হায়দরাবাদের নাম পরিবর্তন নিয়ে জল্পনা ছড়িয়েছে ৷ এপ্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এদিন বলেন, "বিজেপি যখন রাজ্যে ক্ষমতায় আসবে তখন মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভা এই বিষয়ে সিদ্ধান্ত নেবে ৷" সূত্রের খবর, জাতীয় কার্যকরী সমিতির বৈঠকে এদিন পরিবারতন্ত্রের বিরুদ্ধেও সরব হন প্রধানমন্ত্রী মোদি ৷ তিনি জানান, বিজেপি'র লক্ষ্য সবার চাহিদা পূরণ করা, কিন্তু বিরোধীদের মতো তোষণের রাজনীতি করে নয় ৷ পরিবারতন্ত্র ও পরিবারকেন্দ্রিক রাজনীতি দেশ আর চায়না বলেও মন্তব্য করেছেন তিনি ৷

আগামী বছর বিধানসভা নির্বাচন তেলেঙ্গানায় ৷ দক্ষিণের এই রাজ্য দখলকে পাখির চোখ করে ইতিমধ্যেই ঘুঁটি সাজাতে শুরু করেছে বিজেপি ৷ মনে করা হচ্ছে, হায়দরাবাদে গেরুয়া শিবিরের জাতীয় কার্যকরী সমিতির বৈঠকও সেই লক্ষ্যেই ৷ এদিন এক জনসভা থেকে কার্যত তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের জন্য দলের প্রচারের সুর বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ বলেছেন, "বিজেপি চায় তেলেঙ্গানার সার্বিক উন্নয়ন ৷ আমরা 'সবকা সাথ সবকা বিকাশ'-এর পথ ধরেই এগোতে চাই ৷ এখানকার মানুষের আমাদের প্রতি ভালোবাসার কথা মাথায় রেখেই এবছর হায়দরাবাদে আমাদের কার্যকরী সমিতির বৈঠক হল ৷"

আরও পড়ুন : বাংলাতেও সরকার গড়বে বিজেপি, আগামী 30-40 বছর দেশে 'পদ্ম' যুগ, দাবি অমিত শাহের

এদিন তিনি আরও বলেন, "গত আট বছরে আমরা চেষ্টা করেছি দেশের জনগণের জীবনে পরিবর্তন নিয়ে আসতে ৷ 2019 থেকে তেলেঙ্গানায় বিজেপির শক্তি বেড়েছে ৷ মানুষই এরাজ্যে বিজেপির ক্ষমতায় আসার পথ তৈরি করে দিচ্ছে ৷"

Last Updated : Jul 3, 2022, 11:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details