হায়দরাবাদ, 3 জুলাই: হায়দরাবাদে বিজেপি'র জাতীয় কার্যকরী সমিতির বৈঠকে যোগ দিতে এসে নিজামের শহরকে 'ভাগ্যনগর' বলে সম্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi calls Hyderabad as Bhagyanagar) ৷ রবিবার দলের বৈঠকে তিনি বলেন, "হায়দরাবাদ হল ভাগ্যনগর ৷ সর্দার পাটেল অখন্ড ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ৷ এখন বিজেপি'র কাজ সেই দায়িত্ব বহন করা ৷"
প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরেই হায়দরাবাদের নাম পরিবর্তন নিয়ে জল্পনা ছড়িয়েছে ৷ এপ্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এদিন বলেন, "বিজেপি যখন রাজ্যে ক্ষমতায় আসবে তখন মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভা এই বিষয়ে সিদ্ধান্ত নেবে ৷" সূত্রের খবর, জাতীয় কার্যকরী সমিতির বৈঠকে এদিন পরিবারতন্ত্রের বিরুদ্ধেও সরব হন প্রধানমন্ত্রী মোদি ৷ তিনি জানান, বিজেপি'র লক্ষ্য সবার চাহিদা পূরণ করা, কিন্তু বিরোধীদের মতো তোষণের রাজনীতি করে নয় ৷ পরিবারতন্ত্র ও পরিবারকেন্দ্রিক রাজনীতি দেশ আর চায়না বলেও মন্তব্য করেছেন তিনি ৷