পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতকে 510 কোটি টাকারও বেশি মূল্যের ওষুধ পাঠাচ্ছে ফাইজ়ার

করোনা যুদ্ধে ভারতের পাশে ফাইজ়ার ৷ সংস্থার চেয়ারম্য়ান তথা সিইও অ্য়ালবার্ট বোরলা জানিয়েছেন, কোভিড মোকাবিলায় ভারতে 510 কোটি টাকারও বেশি মূল্যের ওষুধ পাঠাচ্ছেন তাঁরা ৷

Pfizer donates USD 70 mn worth COVID-19 treatment drugs to India
ভারতকে 510 কোটি টাকারও বেশি মূল্যের ওষুধ পাঠাচ্ছে ফাইজ়ার

By

Published : May 3, 2021, 3:33 PM IST

নয়াদিল্লি, 3 মে :করোনা বিধ্বস্ত ভারতের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল বিশ্ববিখ্যাত ওষুধ প্রস্তুতকারী সংস্থা ফাইজ়ার ৷ ভারতকে বিনামূল্যে ওষুধ পাঠানোর সিদ্ধান্ত নিল তারা ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, 510 কোটি টাকারও বেশি মূল্যের ওষুধ ভারতে পাঠানো হবে ৷ সংস্থার চেয়ারম্য়ান তথা সিইও অ্য়ালবার্ট বোরলা জানিয়েছেন, ভারতের কোভিড-19 চিকিৎসা সংক্রান্ত প্রোটোকল মেনেই মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং এশিয়ার বিতরণ কেন্দ্রগুলি থেকে ওষুধ পাঠানো হবে ৷

ইতিমধ্যেই ভারতে ওষুধ পাঠানোর নির্দেশ দিয়ে সংস্থার ভারতীয় শাখার কর্মীদের একটি ই-মেইল করেছেন অ্য়ালবার্ট ৷ সোমবার সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি ৷ ওই মেইলে অ্য়ালবার্ট লিখেছেন, ‘‘ভারতের কোভিড পরিস্থিতি নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন ৷ আমরা ভারতের সমস্ত মানুষের পাশে আছি ৷ কোভিডের বিরুদ্ধে এই যুদ্ধে আমরাও ভারতের সহযোদ্ধা ৷ শীঘ্রই আমরা আমাদের সবথেকে বড় ত্রাণ ভারতে পাঠাব ৷ তার কাজও আমরা শুরু করে দিয়েছি ৷’’

আরও পড়ুন :করোনা বিপর্যয়ে সাহায্যের হাত বাড়াল এসবিআই, বরাদ্দ 71 কোটি টাকা

এই মেইলেই ফাইজার কর্তা জানিয়েছেন, ভারত সরকারের তৈরি কোভিড যুদ্ধের প্রোটোকল মেনেই নির্দিষ্ট কিছু ওষুধ ভারতে পাঠানো হচ্ছে ৷ তার জন্য আমেরিকা, ইউরোপ এবং এশিয়ায় সংস্থার কর্মীরা কঠোর পরিশ্রম করে চলেছেন ৷

অ্য়ালবার্ট জানিয়েছেন, ভারতে যে পরিমাণ ওষুধ পাঠানো হচ্ছে, তার বাজারদর 70 মিলিয়ন মার্কিন ডলারেরও (ভারতীয় মুদ্রায় 510 কোটি টাকারও বেশি) বেশি ৷ ভারতে ওষুধ বণ্টনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি সহযোগী বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেও কাজ করবে ফাইজ়ার ৷

ABOUT THE AUTHOR

...view details