পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Petrol-diesel Price Hike : আজও 80 পয়সা দাম বাড়ল জ্বালানির, এ পর্যন্ত 9 দিনে 8 বার - 9 দিনে 8 বারে মোট 5 টাক 60 পয়সা দাম বৃদ্ধি পেল

ভোট মিটেছে ৷ আর দাম বাড়তে শুরু করেছে জ্বালানির ৷ ফের ঊর্ধ্বমুখী জ্বালানির মূল্য (Petrol-diesel Price Hike) ৷

Petrol diesel Price increases
পেট্রল ডিজেলের দাম ঊর্ধ্বমুখী

By

Published : Mar 30, 2022, 9:25 AM IST

নয়াদিল্লি, 30 মার্চ :দাম বাড়ল জ্বালানির ৷ আজ বুধবার, পেট্রল ও ডিজ়েলের দাম লিটার পিছু 80 পয়সা করে বেড়েছে ৷ এ নিয়ে গত 9 দিনে 8 বারে মোট 5 টাকা 60 পয়সা দাম বৃদ্ধি পেল (Petrol and Diesel Prices hike by 80 paise on 30 March) ৷

নয়া দিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম 100.21 টাকা থেকে বেড়ে হল 101.01 টাকা ৷ গতকাল ডিজ়েলের দাম ছিল 91.47 টাকা, যা আজ হল 92.27 টাকা ৷ দেশজুড়ে জ্বালানির মূল্য একই হারে বৃদ্ধি পেলেও বিভিন্ন রাজ্যে স্থানীয় কর অনুযায়ী দাম আলাদা হবে ৷ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে সাড়ে চার মাস ধরে জ্বালানির মূল্য একই রেখেছিল তেল কোম্পানিগুলি ৷ এবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে 22 মার্চ থেকে দাম বাড়ানো শুরু করেছে ৷

আরও পড়ুন : Petrol-Diesel Price Hike : আজ পেট্রলের দাম বাড়ল 50 পয়সা, এই নিয়ে পাঁচবার

প্রথম চার বারে 80 পয়সা করে দাম বাড়ানো হয়েছিল ৷ যা 2017-র জুন মাসের পর সবচেয়ে বেশি ৷ এরপর পেট্রলের দাম যথাক্রমে 50 পয়সা এবং 30 পয়সা করে বৃদ্ধি পেয়েছে ৷ ডিজ়েলের দাম 55 পয়সা এবং 35 পয়সা প্রতি লিটারে ৷ মঙ্গলবারও পেট্রলের দাম 80 পয়সা এবং ডিজ়েলের দাম 70 পয়সা বেড়েছে ৷ সব মিলিয়ে এ পর্যন্ত পেট্রল ও ডিজ়েলের দাম প্রতি লিটারে মোট 5.60 টাকা বৃদ্ধি পেল ৷ পঞ্জাব, উত্তরপ্রদেশের মতো হেভিওয়েট নির্বাচনের জন্য 4 নভেম্বর থেকে দাম বৃদ্ধি বন্ধ রাখা হয়েছিল ৷ সেই সময় অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে প্রায় 30 মার্কিন ডলার বেড়েছে ৷ 10 মার্চ ভোটের ফল ঘোষণার পরেই জ্বালানির দাম ঊর্ধ্বমুখী হবে, এটা অনুমান করা গিয়েছিল ৷

ABOUT THE AUTHOR

...view details