গ্রেটার নয়ডা, 13 জুলাই: নয়ডার একটি শপিং মলে ভয়াবহ আগুন ৷ আর সেই আগুন থেকে প্রাণে বাঁচতে ঝাঁপ দিলেন এক যুগল ৷ চারতলা থেকে তাঁরা ঝাঁপ দিয়েছিলেন ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার বিসরাখ থানার গৌড় সিটি 1-এর গ্যালাক্সি প্লাজা মলে ৷ তবে, অত উঁচু থেকে ঝাঁপ দিয়েও প্রাণে বেঁচে গিয়েছেন তিনি ৷ কারণ, স্থানীয়রা আগে থেকে মাটিতে গদি পেতে দিয়েছিলেন ৷ এমনটাই জানিয়েছে পুলিশ প্রশাসন ৷ সেই সময় স্থানীয় এক ব্যক্তি পুরো ঘটনার ভিডিয়ো করেন ৷ সেখানে দেখা গিয়েছে, এক ব্যক্তি এবং মহিলা বহুতলের কাঁচ ধরে ঝুলছেন এবং তার ভিতর থেকে গলগল করে ধোঁয়া বেরচ্ছে ৷ জানা গিয়েছে, 4 তলা থেকে ঝাঁপ দেওয়ায় সামান্য চোট পেয়েছেন তাঁরা ৷ আপাতত হাসপাতালে ভরতি রয়েছেন দু’জনে ৷
তবে, ওই যুগল শুধু নয় ৷ গ্যালাক্সি প্লাজা নামে ওই বহুতলের 4 তলা থেকে আরও অনেককে বিপজ্জনকভাবে ঝাঁপ দেওয়ার চেষ্টা করতে দেখা যায় ৷ প্রশাসনের তরফে দেওয়া প্রাথমিক তদন্তের রিপোর্ট অনুযায়ী শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে ৷ পুলিশ জানিয়েছে, একটি দোকান থেকে এই আগুন ছড়িয়ে পড়ে ৷ সেই সময়ই ওই দু’জন শপিং মলের কাঁচের শিল্ড ভেঙে নিচে ঝাঁপ দেন ৷ ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন প্রায় 30-35 ফুট উঁচু থেকে তাঁরা ঝাঁপ দিয়েছিলেন ৷