নয়াদিল্লি, 15 জানুয়ারি: রিমোট ভোটিং মেশিন (আরভিএম) এবং ইভিএম নিয়ে আলোচনার জন্য দিল্লিতে রবিবার বৈঠকে মিলিত হল বিরোধী দলগুলি (Opposition meets over Remote Voting Machines)৷ তবে সেই বৈঠকে গরহাজির ছিল তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং এনসিপির মতো অন্যতম প্রধান দলগুলি । বৈঠকের পরে কংগ্রেসের দিগ্বিজয় সিং দাবি করেছেন যে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা নিয়ে প্রশ্ন রয়েছে এবং পরিযায়ী শ্রমিকদের সঠিক সংখ্যা ও আরভিএম-এ চিপের বিষয়টি নির্বাচন কমিশনের কাছে উত্থাপন করা হবে ।
অনুপস্থিত তৃণমূল-সপা-এনসিপি
এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে দিগ্বিজয় সিং (Digvijaya Singh) বলেন, "আমরা এখনও দলের অবস্থান সম্পর্কে অবগত নই ৷ তবে তাদের মতামত সম্পর্কে আলোচনা করব এবং আপডেট করব ।" বৈঠকে সমাজবাদী পার্টি এবং এনসিপির অনুপস্থিতির বিষয়ে কংগ্রেসের শীর্ষ নেতা দিগ্বিজয় সিং বলেছেন যে, অখিলেশ যাদব এবং শরদ পাওয়ার সম্মতি দিয়েছেন তবে তাঁরা এখনও আরভিএম সম্পর্কে সম্পূর্ণ স্পষ্টতা পেতে চান ।
ফের বৈঠক করবে বিরোধীরা
এ দিন সিপিআই নেতা ডি রাজা উল্লেখ করেন, যে সমস্ত দল আজকের বৈঠকে অংশ নিয়েছিল তারা আগামিকাল নির্বাচন কমিশনের কাছে বিষয়টি উত্থাপন করবে । নেতারা আরও জানান যে, তারা আগামী 25 জানুয়ারি এ বিষয়ে আলোচনা করতে ফের বৈঠক করবেন, যাতে এই একই বিষয়ে আরও ঐকমত্য হওয়া যায় ।