পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

TMC Skips Opposition Meeting: রিমোট ভোটিং মেশিন নিয়ে বিরোধীদের বৈঠক, অনুপস্থিত তৃণমূল-সপা-এনসিপি - বৈঠকে অনুপস্থিত তৃণমূল

রিমোট ভোটিং মেশিন নিয়ে দিল্লিতে বৈঠক করল বিরোধী দলগুলি (Opposition meets over Remote Voting Machines)৷ তবে সেই বৈঠকে অনুপস্থিত ছিল তৃণমূল, সপা ও এনসিপি (TMC Skips Opposition Meeting)৷

Opposition Meeting ETV Bharat
বিরোধীদের বৈঠক

By

Published : Jan 15, 2023, 7:19 PM IST

নয়াদিল্লি, 15 জানুয়ারি: রিমোট ভোটিং মেশিন (আরভিএম) এবং ইভিএম নিয়ে আলোচনার জন্য দিল্লিতে রবিবার বৈঠকে মিলিত হল বিরোধী দলগুলি (Opposition meets over Remote Voting Machines)৷ তবে সেই বৈঠকে গরহাজির ছিল তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং এনসিপির মতো অন্যতম প্রধান দলগুলি । বৈঠকের পরে কংগ্রেসের দিগ্বিজয় সিং দাবি করেছেন যে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা নিয়ে প্রশ্ন রয়েছে এবং পরিযায়ী শ্রমিকদের সঠিক সংখ্যা ও আরভিএম-এ চিপের বিষয়টি নির্বাচন কমিশনের কাছে উত্থাপন করা হবে ।

অনুপস্থিত তৃণমূল-সপা-এনসিপি

এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে দিগ্বিজয় সিং (Digvijaya Singh) বলেন, "আমরা এখনও দলের অবস্থান সম্পর্কে অবগত নই ৷ তবে তাদের মতামত সম্পর্কে আলোচনা করব এবং আপডেট করব ।" বৈঠকে সমাজবাদী পার্টি এবং এনসিপির অনুপস্থিতির বিষয়ে কংগ্রেসের শীর্ষ নেতা দিগ্বিজয় সিং বলেছেন যে, অখিলেশ যাদব এবং শরদ পাওয়ার সম্মতি দিয়েছেন তবে তাঁরা এখনও আরভিএম সম্পর্কে সম্পূর্ণ স্পষ্টতা পেতে চান ।

ফের বৈঠক করবে বিরোধীরা

এ দিন সিপিআই নেতা ডি রাজা উল্লেখ করেন, যে সমস্ত দল আজকের বৈঠকে অংশ নিয়েছিল তারা আগামিকাল নির্বাচন কমিশনের কাছে বিষয়টি উত্থাপন করবে । নেতারা আরও জানান যে, তারা আগামী 25 জানুয়ারি এ বিষয়ে আলোচনা করতে ফের বৈঠক করবেন, যাতে এই একই বিষয়ে আরও ঐকমত্য হওয়া যায় ।

আরও পড়ুন:ইসরোকে মুখ বন্ধ রাখতে বলছে এনডিএমএ ! ক্ষুব্ধ প্রাক্তন পরিবেশমন্ত্রী

ইভিএমের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন

আজ বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতীও ইভিএমের বিশ্বাসযোগ্যতার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন ৷ তবে বৈঠকে মায়াবতীর অনুপস্থিতির বিষয়ে জিজ্ঞাসা করা হলে দিগ্বিজয় বলেন, "একদিকে তিনি ইভিএম নিয়ে প্রশ্ন করছেন, অন্যদিকে তিনি এই বৈঠকে যোগদান করলেন না ৷ প্রতিটি দলই তার মতামতের অধিকারী ৷"

সোমবার বৈঠক নির্বাচন কমিশনের

এ দিন বিরোধী বৈঠকে যে দলগুলি অংশ নিয়েছিল তারা হল কংগ্রেস, জেডি(ইউ), শিবসেনা, সিপিআই(এম), জেএমএম, আরজেডি, ন্যাশনাল কনফারেন্স, ভিসিকে, আরএসপি, আইইউএমএল এবং সিপিআই ।" নির্বাচন কমিশন আগামী 16 জানুয়ারি অর্থাৎ সোমবার বৈঠকের জন্য সব জাতীয় দলের চেয়ারপার্সন, সভাপতি ও সাধারণ সম্পাদকদের ডেকে পাঠিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details