হায়দরাবাদ, 28 মার্চ:জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটার গ্রাহকদের জন্য নতুন আপডেট নিয়ে হাজির ৷ এবার থেকে শুধুমাত্র যাচাই করা অর্থাৎ ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টগুলিই (verified Twitter accounts) 'আপনার জন্য বা ফর ইউ' সুপারিশের (For You recommendations) যোগ্য হবে । 15 এপ্রিল থেকে কার্যকর হবে এই নিয়ম ৷ এমনটাই মঙ্গলবার ঘোষণা করেছেন টুইটারের সিইও ইলন মাস্ক (Twitter CEO Elon Musk) ৷ তিনি এই ঘোষণার পরই দাবি করেন, উন্নত এআই বট স্মর্স নেওয়ার সমস্যা সমাধানের জন্য এই পদক্ষেপটি প্রয়োজনীয় ছিল ।
মাস্ক টুইটে লিখেছেন, "উন্নত এআই বট স্মর্সকে মোকাবিলা করার এটিই একমাত্র বাস্তবসম্মত উপায় । নির্বাচনে ভোট দেওয়ার জন্য একই কারণে যাচাইকরণের প্রয়োজন হবে ৷" টুইটার বট হল একটি সফটওয়্যার যা টুইটার এপিআই-এর মাধ্যমে বেনামে টুইটার অ্যাকাউন্টগুলি নিয়ন্ত্রণ করে । এটি স্বায়ত্তশাসিতভাবে টুইট, রি-টুইট, লাইক, ফলো, আনফলো এবং এমনকী সরাসরি অন্যান্য অ্যাকাউন্টে বার্তা পাঠাতে পারে ।
অন্য একটি টুইটে মাস্ক জানান, বট অ্যাকাউন্টগুলি যাচাই করা ঠিক আছে যতক্ষণ না তারা পরিষেবার শর্তাবলী অনুসরণ করে এবং কোনও মানুষের ছদ্মবেশ ধারণ করে । বটগুলি জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইটের জন্য শাস্তি ৷ কারণ তারা একাধিক অ্যাকাউন্ট তৈরি করে প্যারোডির মাধ্যমে অন্যান্য টুইটার ব্যবহারকারীদের প্রভাবিত করে ৷ এমনকী ঘৃণামূলক বার্তা প্রচার শুরু করে এবং ভুয়ো খবরও প্রচার করে ।