পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Valley of Words :'জয় অফ ওয়ার্ডস'-এর সাহিত্যধর্মী অনুষ্ঠানের সমাপ্তি, আলোচনায় জনপ্রিয় গল্প ও কবিতা - ভ্যালি অফ ওয়ার্ডস

চলতি বছরে পাঁচটি শহরে অনুষ্ঠিত হচ্ছে 'ভ্যালি অফ ওয়ার্ডস'-এর এই পঞ্চম বার্ষিক 'ইন্টারন্যাশনাল লিটারেচার অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল' ৷ কলকাতায় দু'দিনব্যাপী চলার পর রবিবার ছিল এই অনুষ্ঠানের সমাপ্তি ।

জয় অফ ওয়ার্ডস'-এর সাহিত্যধর্মী অনুষ্ঠানের, শেষদিনের আলোচনায় জনপ্রিয় গল্প ও কবিতা
জয় অফ ওয়ার্ডস'-এর সাহিত্যধর্মী অনুষ্ঠানের, শেষদিনের আলোচনায় জনপ্রিয় গল্প ও কবিতাজয় অফ ওয়ার্ডস'-এর সাহিত্যধর্মী অনুষ্ঠানের, শেষদিনের আলোচনায় জনপ্রিয় গল্প ও কবিতা

By

Published : Nov 7, 2021, 10:18 PM IST

কলকাতা, 7 নভেম্বর : 'ভ্যালি অফ ওয়ার্ডস' (Valley Of Words) আয়োজিত কলকাতার সাহিত্যধর্মী অনুষ্ঠান 'জয় অফ ওয়ার্ডস' (Joy Of Words)-এর রবিবার ছিল দ্বিতীয় তথা শেষ দিন ।

6 নভেম্বর শনিবার অনুষ্ঠানের শুরুতেই আলোচিত হয় লেখিকা অলকা সারোগির লেখা উপন্যাস 'কুলভূষণ কা নাম দার্জ কিজিয়ে'। বইটির বিশেষ কিছু অংশ এদিন পড়ে শোনান রামনজিত কউর । তাঁর কণ্ঠে নিজের লেখা বইয়ের লাইন শুনে আপ্লুত লেখিকা । এই বইতে রিফিউজিদের জীবন নিয়ে রয়েছে নানা কথা । যে কথার কেন্দ্রে কুলভূষণ জৈন ।

জয় অফ ওয়ার্ডস'-এর সাহিত্যধর্মী অনুষ্ঠানের শেষদিনে আলোচনায় জনপ্রিয় গল্প ও কবিতা


এরপর করুণা ইজারা পারিখের লেখা 'হোয়্যার স্টোরি গ্যাদারস' শীর্ষক একটি কবিতার বই প্রকাশিত হয় মঞ্চে । আলোচনায় পারমিতা সাহা । সুনীল ভাণ্ডারি এবং সুপ্রিয়া নেওয়ারের লেখা হিন্দি ও ইংরেজি ভাষার কবিতা সংকলন 'দ্য লোনলি সিটি' নিয়ে আলোচনা হয় এদিন । গৌতম ভাটিয়ার লেখা 'বিয়ন্ড দ্য ওয়াল' নিয়ে আলোচনায় ছিলেন প্রখ্যাত কলামনিস্ট সন্দীপ রায় । কবিতা পাঠ-সহ কবিতা নিয়ে নানাবিধ আলোচনা ও নস্ট্যালজিয়া উঠে আসে কথায় কথায় । ভার্চুয়ালে ভিন দেশের লেখকদের সঙ্গে এদিন আলোচনায় মুখর হন 'ভ্যালি অফ ওয়ার্ডস'-এর কলকাতা চ্যাপ্টারের ডিরেক্টর আঞ্জুমান কাটওয়াল ।


আরও পড়ুন :Valley of Words : কলকাতায় চলছে ইংরেজি ও হিন্দি ভাষার সাহিত্যধর্মী অনুষ্ঠান, ‘জয় অফ ওয়ার্ডস’

ABOUT THE AUTHOR

...view details