চেন্নাই, 31 অক্টোবর: ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট এক্সবিবি’র সংক্রমণ বাড়ছে ভারতে (Omicron Sub-Variant XBB Emerges) ৷ সংবাদ সংস্থা আইএএনএস প্রকাশিত খবর অনুযায়ী, এমনই তথ্য প্রকাশ করেছে একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থা ৷ জানা গিয়েছে, দেশের 9টি রাজ্যে করোনার এই প্রজাতির সংক্রমণ ছড়িয়েছে ৷ যার মধ্যে তামিলনাড়ু সবার উপরে রয়েছে ৷ প্রসঙ্গত, এই তালিকায় পশ্চিমবঙ্গ দ্বিতীয়স্থানে রয়েছে ৷
আন্তর্জাতিক গবেষণা সংস্থা জিআইএসআইএডি করোনা বিভিন্ন ভ্যারিয়েন্টগুলির মধ্যে বদল নিয়ে গবেষণা করছে ৷ তাদের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ভারতে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট এক্সবিবি-তে 380 জন আক্রান্ত হয়েছেন ৷ যার মধ্যে 175 জন সংক্রামিত হয়েছেন তামিলনাড়ুতে ৷ আর দ্বিতীয় তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ ৷ এ রাজ্যে ওমিক্রনের এক্সবিবি সাব-ভ্যারিয়েন্ট আক্রান্ত হয়েছেন 103 জন ৷