ভুবনেশ্বর, 4 জুন:বালাসোরের কাছে জোড়া ট্রেন দুর্ঘটনার জেরে বিঘ্নিত হয়েছে রেল পরিষেবা ৷ এর ফলে পুরী, কটক ও ভুবনেশ্বর-সহ ওড়িশার বিভিন্ন জায়গা থেকে কলকাতা পৌঁছতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে । তাই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক রবিবার পুরী, ভুবনেশ্বর ও কটক থেকে কলকাতায় নিখরচায় বাস পরিষেবা চালু করার কথা ঘোষণা করলেন । জানা গিয়েছে, এই বাস পরিষেবার পুরো খরচ মেটানো হবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে । বালাসোর রুটে ট্রেন পরিষেবা স্বাভাবিক না-হওয়া পর্যন্ত এই বাস পরিষেবা চলবে । উল্লেখ্য, এমনিতে প্রতিদিন ওড়িশার এই তিনটি শহর থেকে প্রায় 50টি বাস কলকাতায় চলাচল করে ।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশা ৷ এই সুবাদে রোজ হাজার হাজার মানুষ ওড়িশা থেকে কলকাতায় আসা যাওয়া করেন ৷ তাদের বেশিরভাগকেই যাতায়াতের জন্য নির্ভর করতে হয় ট্রেনের উপর ৷ তবে দুর্ঘটনার কারণে আপাতত ব্যাঘাত ঘটেছে ট্রেন পরিষেবায় ৷ বাতিল হয়েছে একাধিক ট্রেন ৷ অনেক ট্রেনের রুট বদল করে চালানো হচ্ছে ৷ বাহানাগা বাজারের কাছে দুর্ঘনাস্থলে রেলের ট্র্যাক থেকে ট্রেনের বগি ও ভাঙা অংশ সরানোর কাজ শুরু হয়েছে জোরকদমে ৷ তবে কবে সেই কাজ শেষ হবে এবং পুনরায় ট্রেন পরিষেবা চালু হবে, তা কারও জানা নেই ৷ তাই এখন বিকল্প পথ বলতে ভরসা স্থলপথ, আরও ভালো করে বলতে গেলে বাস ৷