শান্তিনিকেতন, 3 নভেম্বর : নিজের বাড়িতে আত্মঘাতী হলেন অমর্ত্য সেনের ভাইয়ের স্ত্রী বন্দনা সেন (65) । অবসাদের জেরেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন, এমনটাই একটি নোটে লিখে তিনি আত্মঘাতী হয়েছেন বলে জানা গিয়েছে । আজ নোবেলজয়ী অমর্ত্য সেনের জন্মদিন ৷ সকাল থেকেই বিশ্বের নানা প্রান্ত থেকে শুভেচ্ছা পেয়েছেন তিনি ৷ তাঁর জন্মদিনেই ঘটল এই ঘটনা ৷
Amartya Sen : অমর্ত্য সেনের জন্মদিনে শান্তিনিকেতনের বাড়িতে আত্মঘাতী ভাইয়ের স্ত্রী - Amartya Sen
‘প্রতীচী’র পাশেই থাকেন তাঁর মাসতুতো ভাই শান্তভানু সেন ৷ নোবেলজয়ীর জন্মদিনের দিনই নিজের বাসভবনেই আত্মঘাতী হয়েছেন তাঁর ভাইয়ের স্ত্রী । খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ এসে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে ।
আরও পড়ুন : Ayodhya Woman Death : ব্যাঙ্ক আধিকারিকের ঝুলন্ত দেহ, সুইসাইড নোটে আইপিএসের নাম
শান্তিনিকেতনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি, ‘প্রতীচী’ । পাশেই থাকেন তাঁর মাসতুতো ভাই শান্তভানু সেন ৷ এদিন নিজের বাসভবনেই আত্মঘাতী হয়েছেন শান্তভানু সেনের স্ত্রী । অমর্ত্য সেনের প্রতীচী ট্রাস্টের সমস্তরকম দেখভাল করেন তাঁর ভাই ৷ আজও সেই কাজেই গিয়েছিলেন তিনি ৷ সেখান থেকে ঘরে ফিরতেই তিনি দেখতে পান স্ত্রী আত্মঘাতী হয়েছেন ৷ শান্তভানু সেন বলেন, ‘‘আমি নিজের কাজ সেরে বাড়িতে ফিরেই দেখি এই দৃশ্য ৷ উনি কেন এমন করলেন জানি না ।’’
খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ এসে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায় । পরে সেন পরিবারের সদস্যরা-সহ শান্তিনিকেতনের আশ্রমিকরা এসে শোক জ্ঞাপন করেন ।