ইন্দোর, 20 এপ্রিল : করোনা পরিস্থিতি বাড়ার জন্য় চলতি মাসের 30 তারিখ পর্যন্ত কোনও বিয়ের অনুমতি দেওয়া হবে না ৷ এমনই সিদ্ধান্ত নিয়েছে ইন্দোর জেলা প্রশাসন ৷
সেখানকার জেলাশাসক মণীশ সিং জানিয়েছেন, ইন্দোরে কোনও বিয়ের অনুমতি দেওয়া হবে না ৷ কারণ তাতে করোনা সংক্রমণের সম্ভাবনা অনেক বেড়ে যায় ৷ সেকারণে ইন্দোরের বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে তাঁরা যদি এখন বিয়ের পরিকল্পনা করে থাকেন তাহলে তা কিছুদিনের জন্য় স্থগিত রাখার জন্য ৷ এবং তাঁদের বাড়িতে থাকার অনুরোধ করা হয়েছে ৷" এতে করোনা সংক্রমণের হার অনেকটা কম হবে বলে মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন- আজ থেকে নাইট কার্ফু তেলাঙ্গানায়