নয়াদিল্লি, 2 অগস্ট: দেশে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা মঙ্গলবার বেড়ে হয়েছে 9 ৷ এরমধ্যে 5 জনই কেরলের বাসিন্দা ৷ ধীরে ধীরে দেশে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা যখন বাড়ছে, তখন বিষয়টি নিয়ে আতঙ্কিত না-হওয়ার বার্তা দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ৷
মঙ্গলবার রাজ্যসভায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, "মাঙ্কিপক্স নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই ৷ রাজ্য সরকারগুলির সঙ্গে সহযোগিতায় এ বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে ৷ জনসচেতনতা খুব প্রয়োজন ৷ সরকারের তরফে নীতি আয়োগের একজন সদস্যের পৌরহিত্যে এবিষয়ে নজর রাখতে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে ৷ "
আরও পড়ুন : কেরলে পঞ্চম মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ, দেশে সংক্রমিত বেড়ে 7
মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, টাস্কফোর্সের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে ৷ কেরল সরকারের কোনও সাহায্য প্রয়োজন হলে কেন্দ্রের তরফে তা করা হবে ৷ কেন্দ্রের বিশেষজ্ঞদল এই বিষয়ে রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ রাখছে ৷ স্বাস্থ্যমন্ত্রীর দাবি, বাইরের দেশগুলিতে যখন মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা বাড়ছিল, তখন থেকেই ভারত সতর্ক ছিল ৷ কেরলে প্রথম কেস ধরা পড়ার আগেই সমস্ত রাজ্যকে এইনিয়ে গাইডলাইন পাঠানো হয়েছিল ৷ নিয়মিত নজরদারি এবং মাঙ্কিপক্স আক্রান্ত ব্যক্তির থেকে 12-13 দিনের জন্য দূরত্ব বজায় রাখলে এই সংক্রমণ রোখা সম্ভব বলেই দাবি মনসুখ মাণ্ডব্যর ৷