পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উত্তরপ্রদেশের কোনও কোভিড হাসপাতালে অক্সিজেনের অভাব নেই, দাবি আদিত্যনাথের - করোনা

উত্তরপ্রদেশের কোনও কোভিড হাসপাতালেই অক্সিজেনের অভাব নেই ৷ দাবি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ৷ তিনি বলেন, ‘‘অক্সিজেনের অভাব নেই ৷ তবে কেবলমাত্র যাঁদের একান্তই অক্সিজেনের প্রয়োজন, শুধুমাত্র তাঁদেরই তা দেওয়া হবে ৷ প্রত্য়েক করোনা আক্রান্তের অক্সিজেনের প্রয়োজন নেই ৷ এই বিষয়ে সচেতনতা গড়ে তুলতে সংবাদমাধ্যমেরও সহযোগিতা দরকার ৷’’

No Covid hospital in Uttar Pradesh lacks of oxygen, claims Yogi Adityanath
উত্তরপ্রদেশের কোনও কোভিড হাসপাতালে অক্সিজেনের অভাব নেই, দাবি আদিত্যনাথের

By

Published : Apr 25, 2021, 1:17 PM IST

লখনউ, 25 এপ্রিল :উত্তরপ্রদেশের কোনও কোভিড হাসপাতালেই অক্সিজেনের অভাব নেই ৷ দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ৷ তিনি জানিয়েছেন, জীবনদায়ী এই গ্য়াসের মজুতদারি ও সরবরাহ নিয়ে একটি অডিট করবে তাঁর সরকার ৷ সেই কাজে বিভিন্ন বেসরকারি সংস্থার সহযোগিতা নেওয়া হবে ৷

একইসঙ্গে রাজ্যবাসীকে সচেতন থাকারও বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ ৷ উত্তরপ্রদেশের মানুষের উদ্দেশে তিনি বলেন, কোভিডকে আর পাঁচটা ভাইরাল ফিভারের সঙ্গে গুলিয়ে ফেললে হবে না ৷ এর থেকে বাঁচতে সবাইকে সচেতন থাকতে হবে ৷

শনিবার বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ ৷ সেখানে তিনি বলেন, ‘‘রাজ্য়ের কোনও কোভিড হাসপাতালেই অক্সিজেনের অভাব নেই ৷ তা সে সরকারি হোক বা বেসরকারি হাসপাতাল ৷ আসল সমস্য়া হল অক্সিজেনের কালোবাজারি ও মজুতদারি ৷ যা কঠোর হাত দমন করা হবে ৷ আইআইটি কানপুরের সঙ্গে যৌথভাবে আমরা একটি অডিট করব ৷ কালোবাজারি ও মজুতদারি আটকাতেই এই পদক্ষেপ করা হবে ৷ অক্সিজেনের সরবরাহের উপর নজর রাখতে দায়িত্ব দেওয়া হয়েছে আইআইএম লখনউ এবং আইআইটি বিএইচইউ-কে ৷ অক্সিজেনের চাহিদা, সরবরাহ এবং বণ্টনের উপর সারাক্ষণ নজরদারির ব্যবস্থা চালু করা হবে ৷’’

আরও পড়ুন :কেন্দ্র-রাজ্য একজোট হয়ে করোনাকে জয় করব: মোদির মন কি বাত

যোগী আদিত্যানাথের দাবি, তাঁর রাজ্যে অক্সিজেনের অভাব নেই ৷ তবে কেবলমাত্র যাঁদের একান্তই অক্সিজেনের প্রয়োজন, শুধুমাত্র তাঁদেরই তা দেওয়া হবে ৷ যোগীর কথায়, ‘‘প্রত্য়েক করোনা আক্রান্তের অক্সিজেনের প্রয়োজন নেই ৷ এই বিষয়ে সচেতনতা গড়ে তুলতে সংবাদমাধ্যমেরও সহযোগিতা দরকার ৷’’

তবে আদিত্যনাথ স্বীকার করেছেন, প্রাথমিকভাবে কোভিড আক্রান্তদের জন্য হাসপাতালে শয্যা পেতে কিছু সমস্য়া হচ্ছিল ৷ কিন্তু সেই সমস্য়া ইতিমধ্যেই মিটে গিয়েছে বলেও জানিয়েছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details