লন্ডন, 25 ফেব্রুয়ারি : নীরব মোদিকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিল ব্রিটেনের আদালত ৷ ব্রিটেনের অন্তর্দেশীয় প্রত্যর্পণ সংক্রান্ত আদালতের বিচারক বলেন, নীরব মোদিকে ভারতে চলা মামলার উত্তর দিতে হবে ৷ সেই কারণেই তাঁকে ভারতে ফেরানোর নির্দেশ দেওয়া হল ৷ প্রত্যর্পণ মামলার শুনানিতে অংশগ্রহণেরও নির্দেশ দেন বিচারক ৷ যদিও মোদি তাঁর "মানসিক স্বাস্থ্য ভালো নেই" বলে আবেদন করেন আদালতে ৷ এরপরও প্রত্যর্পণের নির্দেশ থেকে সরে আসেনি আদালত ৷
ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক রায় দেন, ভারতে মোদির বিরুদ্ধে চলা মামলার উত্তর দিতে হবে অভিযুক্তকে ৷ এরপরেই আদালত আর্থিক প্রতারণার মামলায় অভিযুক্ত হিরে ব্যবসায়ীর প্রত্যার্পণের নির্দেশ দেয় ৷ এইসঙ্গে নীরব মোদির প্রত্যর্পণ সংক্রান্ত নির্দেশনামা পাঠানো হয়েছে ব্রিটেনের স্বরাষ্ট্রসচিবকে ৷ এখন দেখার, ব্রিটেনের স্বরাষ্ট্রসচিব কী নির্দেশ দেন ৷ অনুমান করা হচ্ছে, তাঁর প্রত্যর্পণ আটকাতে উচ্চ ন্যায়ালয়ে যাবেন নীরব মোদি ৷