নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর: খালিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করল জাতীয় তদন্তকারী সংস্থা ৷ এনআইএ বুধবার হরবিন্দর সিং সান্ধু ওরফে 'রিন্দা' এবং লক্ষবীর সিং সান্ধু ওরফে ‘লন্ডা’-সহ পাঁচজন বাব্বর খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই) নেতাকে গ্রেফতার করার জন্য তথ্য দিলে নগদ পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছে ৷
রিন্দা ও লন্ডার জন্য 10 লক্ষ টাকা এবং পরমিন্দর সিং কাইরা ওরফে 'পাট্টু', সতনাম সিং ওরফে 'সতবীর সিং' ওরফে 'সত্তা' এবং ইয়াদবিন্দর সিং ওরফে 'ইয়াড্ডা'-এর জন্য 5 লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছে এনআইএ ।
ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-এর এক মুখপাত্র বলেন যে, দেশের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করা এবং পঞ্জাব রাজ্যে সন্ত্রাস ছড়ানোর লক্ষ্যে বিকেআই-এর নাশকতামূলক কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত একটি মামলা হয়েছে এই বছরের শুরুতে ৷ তাতেই জড়িত এই পাঁচজন জঙ্গির খোঁজ চলছে ।
ওই আধিকারিকের কথায়, "ওয়ান্টেড জঙ্গিদের নাশকতামূলক কর্মকাণ্ড এবং কার্যকলাপের জন্য অভিযুক্ত করা হয়েছে ৷ নিষিদ্ধ জঙ্গি সংগঠন বিকেআই-এর জন্য তহবিল সংগ্রহের পাশাপাশি পঞ্জাবে জঙ্গিদের হার্ডওয়্যার এবং মাদকদ্রব্য পাচার ও ব্যবসায়ী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ব্যাপক তোলাবাজির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ৷ তারা পঞ্জাব রাজ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করার জন্য লক্ষ্যবস্তু হত্যাকাণ্ডের পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে নিশানা করার ক্ষেত্রেও তারা ওয়ান্টেড ৷"