পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

NIA Crackdown on Khalistani Terrorists: 5 খালিস্তানি জঙ্গিকে ধরতে নগদ পুরস্কার ঘোষণা করল এনআইএ - নগদ পুরস্কার ঘোষণা

NIA announces cash rewards on five BKI operatives: খালিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে তৎপরতা আরও বাড়াল এনআইএ ৷ 5 বিকেআই জঙ্গিকে ধরতে নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছে ৷

NIA
এনআইএ

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 8:11 PM IST

Updated : Sep 20, 2023, 10:57 PM IST

নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর: খালিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করল জাতীয় তদন্তকারী সংস্থা ৷ এনআইএ বুধবার হরবিন্দর সিং সান্ধু ওরফে 'রিন্দা' এবং লক্ষবীর সিং সান্ধু ওরফে ‘লন্ডা’-সহ পাঁচজন বাব্বর খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই) নেতাকে গ্রেফতার করার জন্য তথ্য দিলে নগদ পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছে ৷

রিন্দা ও লন্ডার জন্য 10 লক্ষ টাকা এবং পরমিন্দর সিং কাইরা ওরফে 'পাট্টু', সতনাম সিং ওরফে 'সতবীর সিং' ওরফে 'সত্তা' এবং ইয়াদবিন্দর সিং ওরফে 'ইয়াড্ডা'-এর জন্য 5 লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছে এনআইএ ।

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-এর এক মুখপাত্র বলেন যে, দেশের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করা এবং পঞ্জাব রাজ্যে সন্ত্রাস ছড়ানোর লক্ষ্যে বিকেআই-এর নাশকতামূলক কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত একটি মামলা হয়েছে এই বছরের শুরুতে ৷ তাতেই জড়িত এই পাঁচজন জঙ্গির খোঁজ চলছে ।

ওই আধিকারিকের কথায়, "ওয়ান্টেড জঙ্গিদের নাশকতামূলক কর্মকাণ্ড এবং কার্যকলাপের জন্য অভিযুক্ত করা হয়েছে ৷ নিষিদ্ধ জঙ্গি সংগঠন বিকেআই-এর জন্য তহবিল সংগ্রহের পাশাপাশি পঞ্জাবে জঙ্গিদের হার্ডওয়্যার এবং মাদকদ্রব্য পাচার ও ব্যবসায়ী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ব্যাপক তোলাবাজির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ৷ তারা পঞ্জাব রাজ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করার জন্য লক্ষ্যবস্তু হত্যাকাণ্ডের পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে নিশানা করার ক্ষেত্রেও তারা ওয়ান্টেড ৷"

আরও পড়ুন:হরদীপ সিং নিজ্জরের খুনের জেরে প্রভাব পড়ছে ভারত-কানাডা সম্পর্কে

ওই কর্মকর্তা বলেন, তদন্তে দেখা গিয়েছে যে, পাঁচ জঙ্গি বিকেআই-এর নতুন সদস্য নিয়োগে তাদের আর্থিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল । তারা দেশের বিভিন্ন অংশে তাদের জঙ্গি কার্যকলাপকে আরও এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন দেশে জঙ্গিদের একটি নেটওয়ার্কও গড়ে তুলেছে ৷

মূলত মহারাষ্ট্রের বাসিন্দা রিন্দা একজন পাকিস্তানের 'তালিকাভুক্ত জঙ্গি' এবং বিকেআই-এর সদস্য ৷ অন্যদিকে লন্ডা, কাইরা, সতনাম এবং ইয়াদবিন্দর পঞ্জাবের বাসিন্দা । টেলিফোন এবং হোয়াটসঅ্যাপ নম্বরগুলি শেয়ার করে মুখপাত্র বলেন, "পাঁচজন ওয়ান্টেড জঙ্গির গ্রেফতারিতে কোনও নির্দিষ্ট তথ্য থাকলে তা নয়াদিল্লিতে এনআইএ সদর দফতর বা চণ্ডীগড়ে এনআইএ শাখা অফিসের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে ।"

ইতিমধ্যে এনআইএ 54 জনের দুটি তালিকা ছবি-সহ প্রকাশ করেছে ৷ দেশে সন্ত্রাস-গ্যাংস্টার নেটওয়ার্কগুলিকে ধ্বংস করার জন্য গত বছর নথিভুক্ত দুটি মামলার তদন্তে ওয়ান্টেড এই 54 জন । এই তালিকায় গোল্ডি ব্রার, লরেন্স বিষ্ণোই, আনমোল বিষ্ণোই এবং আরশদীপ সিং গিল-সহ বেশ কয়েকজন ওয়ান্টেড গ্যাংস্টার রয়েছে ।

মোবাইল নম্বর শেয়ার করে এনআইএ বলেছে, "তাদের নামে বা তাদের সহযোগী, বন্ধুবান্ধব এবং আত্মীয়দের নামে মালিকানাধীন সম্পত্তি/সম্পদ/ব্যবসা সম্পর্কে আপনাদের কাছে কোনও তথ্য থাকলে অনুগ্রহ করে হোয়াটসঅ্যাপ করুন ।"

Last Updated : Sep 20, 2023, 10:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details