পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Nitish-Prashant Meeting : নীতীশ-প্রশান্তর নৈশভোজে কি নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত ? - Nitish Prashant Meeting

শুক্রবার নয়াদিল্লিতে একটি নৈশভোজে দেখা যায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (JDU Chief Nitish Kumar) ও আইপ্যাকের কর্ণধার প্রশান্ত কিশোরকে (Poll Strategist Prashant Kishor) ৷ এই নৈশভোজে কি নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত রয়েছে (new speculation over meeting between nitish kumar and prashant kishor) ?

new speculation over meeting between nitish kumar and prashant kishor
Nitish-Prashant Meeting : নীতীশ-প্রশান্তর নৈশভোজে কি নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত রয়েছে ?

By

Published : Feb 19, 2022, 8:45 PM IST

নয়াদিল্লি, 19 ফেব্রুয়ারি :নরেন্দ্র মোদিকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেওয়ার পর নীতীশের হাত ধরেছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভা ভোটে সাফল্য পাইয়ে দেওয়ার পর কি ফের নীতীশের হাত ধরতে চলেছেন আইপ্যাকের কর্ণধার (new speculation over meeting between nitish kumar and prashant kishor) ?

নয়াদিল্লির রাজনৈতিক মহলে শুক্রবার রাতে সেই জল্পনার জন্ম হয়েছে ৷ কারণ, রাজধানীতে এক নৈশভোজের আসরে উপস্থিত ছিলেন ভারতীয় রাজনীতির এই দুই কুশীলব ৷

যদিও এর পিছনে রাজনীতির কোনও সংযোগ নেই বলেই মন্তব্য করেছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দল ইউনাইটেডের প্রধান নীতীশ কুমার (JDU Chief Nitish Kumar) ৷ সংবাদসংস্থা এএনআই-এর কাছে এই নিয়ে পালটা প্রশ্ন করেছেন নীতীশ ৷ তাঁর প্রশ্ন, ‘‘প্রশান্ত কিশোরের সঙ্গে তাঁর সম্পর্ক কি আজকের ?’’ তার পরই তিনি বলেন, ‘‘এই বৈঠকের নেপথ্যে বিশেষ কোনও কারণ নেই ৷’’

প্রশান্ত কিশোর (Poll Strategist Prashant Kishor) অবশ্য এই বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি ৷ তবে তাঁর ঘনিষ্ঠ সূত্রও এই বৈঠককে ‘ব্যক্তিগত’ বলেই উল্লেখ করেছে ৷ প্রসঙ্গত, 2014-র লোকসভা নির্বাচনের আগে থেকে নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রচারের দায়িত্বে ছিলেন প্রশান্ত কিশোর ৷ মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি প্রচারের আলোয় আসেন ৷ পরের বছর তিনি জেডিইউ-এর নীতীশ কুমারের সঙ্গে কাজ শুরু করেন ৷ বিজেপিকে হারিয়ে নীতীশের মহাজোটের সরকার তৈরি হয় বিহারে ৷

তার পর রাজনীতির ময়দানে আসেন প্রশান্ত ৷ সরসরি যোগ দেন জেডিইউতে ৷ দলের একটি শীর্ষস্তরের পদেও ছিলেন ৷ কিন্তু পরে নীতীশের সঙ্গে তাঁর সম্পর্কে মরচে ধরে ৷ তিনিও রাজনীতি থেকে সরে আসেন ৷

2021-এ বিধানসভা নির্বাচনে জিতে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হন ৷ সেই সাফল্যের পথে প্রশান্ত কিশোর তৃণমূলের প্রচারের অন্যতম কাণ্ডারি ছিলেন ৷ ভোট মিটতেই তিনি রাজনীতিতে ফেরার ইঙ্গিত দেন ৷ বৈঠক করেন কংগ্রেসের রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধির সঙ্গে ৷ যদিও সেই বৈঠকে সাফল্য আসেনি ৷

এদিকে তৃণমূলের সঙ্গে তাঁর সম্পর্ক তলানিতে বলে শোনা যাচ্ছে ৷ ঠিক এই পরিস্থিতিতে তাঁর ও নীতীশের নৈশভোজ কি রাজনীতিতে নতুন কোনও সমীকরণের ইঙ্গিত দিল ! উত্তর লুকিয়ে সময়ের গর্ভে ৷

আরও পড়ুন :TMC-IPac Collaboration : আইপ্যাক ও তৃণমূলের সম্পর্কের কি শেষের শুরু, তালিকা বিভ্রাটে বাড়ছে জল্পনা

ABOUT THE AUTHOR

...view details