পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Abhinandan Varthaman Receives Vir Chakra: রাষ্ট্রপতির থেকে বীর চক্র গ্রহণ, অভিনন্দনে মাতলেন নেটিজেনরা - রাম নাথ কোবিন্দ

রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের থেকে গর্বের বীর চক্র (Vir Chakra) গ্রহণ করলেন গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমান (Abhinandan Varthaman receives Vir Chakra)৷ এই বিশেষ দিনে তাঁকে কুর্নিশ জানালেন নেটনাগরিকরা ৷

Group Captain Abhinandan Varthaman received Vir Chakra, Netizens salutes hero who shot down Pak F-16 aircraft
রাষ্ট্রপতির থেকে বীর চক্র গ্রহণ, অভিনন্দনে মাতলেন নেটিজেনরা

By

Published : Nov 22, 2021, 7:10 PM IST

নয়াদিল্লি, 22 নভেম্বর:শত্রুর চোখে চোখ রেখে তিনি বীর বিক্রমে লড়াই করেছেন ৷ ধুলিসাৎ করে দিয়েছেন পাকিস্তানের এফ-16 (F-16) বিমানের ঔদ্ধত্য ৷ পাক সেনার হাতে বন্দি হয়েও দেশের মাথা নোয়াতে দেননি ৷ অসীম সাহসে জয় করেছেন দু'দেশের মধ্যে চলা তীব্র স্নায়ুযুদ্ধকে ৷ গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমান (Abhinandan Varthaman receives Vir Chakra)৷ দেশের গর্ব তথা বায়ুসেনার অফিসারের হাতে আজ বীর চক্রের সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind Awarded the Vir Chakra)৷ রিয়েল লাইফ হিরো অভিনন্দন বর্তমানকে অভিনন্দনে ভরিয়ে দিয়ে টুইটের বন্যা হল সোশ্যাল মিডিয়ায় (netizens recall IAF pilot's gunslinger moustache)৷

সোমবার রাষ্ট্রপতি ভবনে বিশিষ্টজনেদের উপস্থিতিতে অভিনন্দন বর্তমানকে বীর চক্রের বিশেষ সম্মানে (Abhinandan Varthaman awarded) ভূষিত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ এরপরই টুইটারে শুরু হয়ে যায় স্মৃতি রোমন্থন ৷ 2019 সালের ফেব্রুয়ারি মাসে মোটা গোঁফের সেই উইং কম্যান্ডার কীভাবে পাকিস্তানের যুদ্ধবিমানকে তাড়া করেছিল, কীভাবে মিসাইল দিয়ে ধ্বংস করেছিলেন এফ16 বিমান, পাকিস্তানের হাতে ধরা পড়ার কীভাবে নিজের শিঁরদাড়া সোজা রেখে প্রবল স্নায়ুযুদ্ধের পর দেশে ফিরে এসেছিলেন, সেই হাড়হিম করা কাহিনি নিয়ে দিনভর চর্চা চলল সোশ্যাল মিডিয়ায় ৷ অভিনন্দনকে কুর্নিশ জানিয়েছে সমগ্র দেশবাসী ৷

আরও পড়ুন:Abhinandan gets Vir Chakra : অভিনন্দনকে বীরচক্র সম্মান

দেশের এই গর্বের দিনে একজন লিখেছেন, "গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমানকে বীর চক্র দেওয়া হল ৷ দেশের জন্য রোমহর্ষক একটা মুহূর্ত ৷"

আর একজন লিখেছেন, "এই শক্তিশালী নায়ককে অনেক শ্রদ্ধা ৷" অপর এক নেট নাগরিকের কথায়, "যুদ্ধের নায়ক অভিনন্দনকে বীর চক্র সম্মান ৷ প্রকৃত এই নায়ককে কুর্নিশ ও শ্রদ্ধা ৷"

একজন আবার অন্যান্য সুপারহিরোদের সঙ্গে তুলনা করেছেন অভিনন্দনকে ৷

আরও পড়ুন :"পা কাঁপছিল সেনাপ্রধানের, ভারতের হামলার ভয়ে অভিনন্দনকে মুক্তি", মন্তব্য পাকিস্তানের নেতার

অভিনব বর্তমান সম্প্রতি গ্রুপ ক্যাপ্টেন পদে উন্নীত হয়েছেন ৷ পুলওয়ামায় জঙ্গি হামলার পর 26 ফেব্রুয়ারি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বালাকোটে ভারতীয় বায়ুসেনা অভিযান চালায় । পরের দিন পাকিস্তান বিমান বাহিনীর বেশ কয়েকটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢোকে । পাকিস্তানের যুদ্ধ বিমানগুলিকে তাড়া করে ভারতীয় বায়ুসেনার বিমান ।

পাকিস্তানের একটি এফ -16 বিমানকে তাড়া করতে করতে নিয়ন্ত্রণ রেখার ওপারে ঢুকে পড়ে ভারতীয় বায়ুসেনার একটি মিগ -21 বাইসন । সেই বিমানটি ছিল উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের হাতে । আর-73 মিসাইলের সাহায্যে এফ-16 বিমানকে ধ্বংস করেন অভিনন্দন । তবে অভিনন্দনের বিমানও পাকিস্তানের ছোড়া AMRAAM মিসাইলে ধ্বংস হয়ে যায় । প্রাণে বেঁচে গেলেও এরপর তাঁকে বন্দি করে পাকিস্তান সেনা । তিনদিন পর 1 মার্চ ভারতে ফেরেন তিনি ।

আরও পড়ুন:Abhinandan Varthaman : অভিনন্দন বর্তমানের পদোন্নতি, এখন থেকে তিনি বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন

ভারতের কূটনৈতিক চাপে অভিনন্দনকে ফেরায় পাকিস্তান । সফলভাবে এফ-16 ধ্বংস করে ও পাকিস্তানের মাটিতে বন্দি হয়েও বীরত্বের পরিচয় দেওয়ার জন্য বীর চক্রে ভূষিত করা হল তাঁকে । যুদ্ধকালীন পরিস্থিতিতে বীরত্বের জন্য পাওয়া তৃতীয় সর্বোচ্চ সম্মান হল বীর চক্র ৷ আর মহাবীর চক্র দ্বিতীয় সর্বোচ্চ সম্মান ৷ পরমবীর চক্র হল যুদ্ধকালীন পরিস্থিতিতে বীরত্বের জন্য পাওয়া সর্বোচ্চ সম্মান ।

ABOUT THE AUTHOR

...view details