পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কর্নাটকে গত মাসে 500 শিশু করোনায় আক্রান্ত - কোভড 19

কর্নাটক সরকারে দেওয়া তথ্য় অনুযায়ী গত 24 ঘণ্টায় কর্নাটকে করোনা আক্রান্তের সংখ্য়া 2000 জন ৷ যার মধ্য়ে প্রায় 50 জন শিশু ৷ সেখানেই জানানো হয়েছে, মার্চ মাসে সমগ্র কর্নাটকে 500 জন শিশু করোনায় আক্রান্ত ৷ তবে যুবকদের মধ্য়ে করোনা আক্রান্তের সংখ্য়া তুলনামূলক কম ৷

COVID
ছবিটি প্রতীকী

By

Published : Apr 1, 2021, 12:05 PM IST

বেঙ্গালুরু, 1 এপ্রিল : কর্নাটকের করোনা পরিস্থিতিতে চিন্তা বাড়ছে সরকারের ৷ সেখানে শুধু প্রাপ্ত বয়স্করা নয় শিশুদের আক্রান্তের হারও যথেষ্ট বেশি ৷ গত মাসে শুধুমাত্র কর্নাটকে প্রায় 500 জন শিশু করোনা আক্রান্ত হয়েছেন ৷

গত রাতে কর্নাটক সরকারে দেওয়া তথ্য় অনুযায়ী গত 24 ঘণ্টায় কর্নাটকে করোনা আক্রান্তের সংখ্য়া 2000 জন ৷ যার মধ্য়ে প্রায় 50 জন শিশু ৷ সেখানেই জানানো হয়েছে, মার্চ মাসে সমগ্র কর্নাটকে 500 জন শিশু করোনায় আক্রান্ত ৷ তবে যুবকদের মধ্য়ে করোনা আক্রান্তের সংখ্য়া তুলনামূলক কম ৷

আরও পড়ুন-পাথরপ্রতিমার বুথ থেকে জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার

তবে কর্নাটকের স্কুল পড়ুয়াদের মধ্য়ে করোনা আক্রান্তের সংখ্য়া বেশ কিছুটা কম ৷ বৃহৎ বেঙ্গালুরুর মহানগর পালিকার কমিশনার জানিয়েছেন, মার্চের 1 তারিখ থেকে প্রায় 32 হাজার স্কুল পড়ুয়ার মধ্য়ে করোনা টেস্ট করা হয়েছিল ৷ তারমধ্য়ে 121 জন পড়ুয়ার শরীরে করোনার ভাইরাস পাওয়া গেছে ৷ তবে 20 বছর থেকে 40 বছর বয়সীদের মধ্য়ে করোনা আক্রান্তের সংখ্য়া সবথেকে বেশি ৷

শিশুদের স্কুল চালু করার পক্ষে যুক্তি দিয়েছেন কর্নাটকের মুখ্য়মন্ত্রী বি এস ইয়াদুরাপ্পা ৷ তিনি বলেন , শিশুদের স্কুল আসা জরুরি ৷ কারণ স্কুলে এলে শিশুরা একটি নির্দিষ্ট জায়গায় মধ্য়ে নিয়ম মেনে থাকবে ৷ কিন্তু বাড়িতে থাকলে বিভিন্ন লোকজনের সঙ্গে তাদের মেলামেশা হবে ৷ যাতে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি ৷

ABOUT THE AUTHOR

...view details