দিল্লি, 8 নভেম্বর : বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা দেখাচ্ছে বিহারে জন সমর্থন তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে রয়েছে ৷ তবে, তা কতটা সত্য়ি সেই নিয়ে প্রশ্ন তুললেন BJP মুখপাত্র সৈয়দ জাফর ইসলাম ৷ রবিবার সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, BJP এবং JDU-র NDA সংখ্য়াগরিষ্ঠতার থেকেও অনেক বেশি মার্জিনে বিহারে সরকার গড়বে ৷ বুথ স্তরের রিপোর্ট অনুযায়ী, NDA জোট অনেক বড় জয় পেতে চলেছে এবং আবারও বিহারে ক্ষমতায় আসতে চলেছে ৷
"বিহারে সরকার গড়বে NDA", বুথ ফেরত সমীক্ষাকে নসাৎ BJP-র - সৈয়দ জাফর ইসলাম
বিহারে প্রায় 12 কোটি ভোটার রয়েছেন ৷ সেখানে বুথ ফেরত সমীক্ষায় যে সংস্থাগুলি করে তাদের সমীক্ষার স্য়াম্পেল খুব একটা বেশি থাকে না ৷ তাই তারা আশাবাদী এবং ভোট গণনার দিনেই তা প্রমাণিত হয়ে যাবে, যে NDA বহুল জন সমর্থন নিয়ে আবারও বিহারে সরকার গড়বে ৷
পাশাপাশি তিনি এও বলেন, বুথ ফেরত সমীক্ষা নিয়ে তিনি কিছু বলতে চান না ৷ তার থেকে বেশি বিশ্বাসযোগ্য় বুথ কর্মীদের দেওয়া রিপোর্ট ৷ যেখানে প্রতিটি বুথের BJP কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জনমত জেনে এসেছে ৷ আর সেটাই একদম সঠিক রিপোর্ট বলে দাবি করেন BJP মুখপাত্র সৈয়দ জাফর ইসলাম ৷ তিনি এও বলেন, বিহারে প্রায় 12 কোটি ভোটার রয়েছেন ৷ সেখানে বুথ ফেরত সমীক্ষায় যে সংস্থাগুলি করে তাদের সমীক্ষার স্য়াম্পেল খুব একটা বেশি থাকে না ৷ তাই তারা আশাবাদী এবং ভোট গণনার দিনেই তা প্রমাণিত হয়ে যাবে, যে NDA বহুল জন সমর্থন নিয়ে আবারও বিহারে সরকার গড়বে ৷ মহাজোটকে নিশানা করতেও ছাড়েননি BJP মুখপাত্র ৷ কটাক্ষের সুরে তিনি বলেন, লালু প্রসাদ যাদবের পরিবার আগামী দু’দিন আনন্দ করে নিক ৷ এরপর 10 নভেম্বর তাঁরা NDA-র নেতাদের শুভেচ্ছা জানাবেন ৷
জাফর ইসলাম আরও জানান, বিহারে BJP-র উত্থানের পর থেকেই ক্রমশ ভালো ফল করে আসছে ৷ যার উদাহরণ বিহারে গত কয়েকটি নির্বাচনে BJP-র ভোট শেয়ার অনেকটাই বেড়েছে ৷ তবে, বুথ ফেরত সমীক্ষা অন্য় কথাই বলছে ৷ সেই মত, মহাজোট NDA-র থেকে সামান্য় বেশি আসন পেয়ে বিহারের ক্ষমতায় আসতে চলেছে ৷ ফলে কাদের অনুমান সঠিক হয় তা জানা যাবে 10 নভেম্বর বিহারের ব্য়ালট বক্স খুললেই ৷