পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Drug Trafficking: দেশের মাদক পাচার নেটওয়ার্কে বড়সড় আঘাত হানল এনসিবি, উদ্ধার প্রচুর এলএসডি - নারকোটিকস কন্ট্রোল ব্যুরো

NCB busts drug trafficking networks: দেশের অন্যতম 'বৃহত্তম' মাদক পাচার নেটওয়ার্কে আঘাত হানল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ উদ্ধার হয়েছে প্রচুর এলএসডি ৷

Drug Trafficking
Drug Trafficking

By

Published : Aug 1, 2023, 4:55 PM IST

নয়াদিল্লি, 1 অগস্ট:দেশের অন্যতম বৃহত্তম মাদক পাচার চক্রের হদিশ পেয়েছে বলে মঙ্গলবার দাবি করল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ এনসিআরবি বিপুল সংখ্যক এলএসডি ব্লট বাজেয়াপ্ত করেছে ৷

ফেডারেল মাদকবিরোধী এজেন্সি 15,000 এলএসডি ব্লট বাজেয়াপ্ত করেছে এবং জুন মাসে এই ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে ৷ তার দু'মাস পর নারকোটিকস কন্ট্রোল ব্যুরো দাবি করল যে, তাদের জালে পড়েছে দেশের সবচেয়ে বড় মাদক পাচার চক্র ৷ জানা গিয়েছে, ধৃতদের সঙ্গে যোগ রয়েছে আমেরিকা, নেদারল্যান্ডস ও পোল্যান্ডের সঙ্গে ৷

একজন আধিকারিক বলেন, "নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো আরও একটি প্যান-ইন্ডিয়া ডার্কনেটে মাদক পাচারের নেটওয়ার্কে আঘাত হেনেছে, বৃহত্তম ও সর্বোচ্চ দামের বিপুল পরিমাণ এলএসডি বাজেয়াপ্ত করেছে ৷"

আরও পড়ুন:মাদক পাচার করতে গিয়ে বিএসএফের জালে 12 বছরের কিশোর

উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে আন্তর্জাতিক ব্র্যান্ড 'গামাগোব্লিন/হলি স্পিরিট অফ আসুরা'-র 14,961টি এলএসডি এবং 2.23 কেজি কিউরেটেড মারিজুয়ানা (আমদানি করা) । দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, কেরলা ও তামিলনাড়ুতে একযোগে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করেছে ৷ তাঁরা আর্থিক লেনদেনের জন্য জিনিসপত্র ও ক্রিপ্টোকারেন্সি সংগ্রহে ডার্কনেটের ব্যবহার করতেন বলে জানা গিয়েছে ৷

জিজ্ঞাসাবাদের সময়, ধৃতদের মধ্যে একজন প্রকাশ করেন যে, তিনি 'উইকার' নামে একটি ব্যক্তিগত মেসেজিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে এলএসডি অর্ডার করেছিলেন । পরবর্তীকালে, একই প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করা একজন বিক্রেতাকে চিহ্নিত করা হয়েছিল । 29 মে, দিল্লিতে 15 টি এলএসডি ব্লট-সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় । তিনি কাশ্মীরের এক গ্রাহকের কাছে মাদক কুরিয়ার করার চেষ্টা করছিলেন ।

এলএসডি বা লিসারজিক অ্যাসিড ডাইথাইলামাইড হল একটি সিন্থেটিক রাসায়নিক ভিত্তিক ওষুধ এবং এটি হ্যালুসিনোজেন হিসাবে শ্রেণিবদ্ধ । এটির অপব্যবহার করেন তরুণরা এবং এর সেবনের ফলে গুরুতর স্বাস্থ্য সমস্যা হতে পারে ।

গভীর লুকনো ইন্টারনেট প্ল্যাটফর্মই ডার্কনেট, যা মাদক বিক্রি, পর্নোগ্রাফিক কনটেন্ট বিনিময় এবং অন্যান্য অবৈধ কার্যকলাপের জন্য ব্যবহৃত হয় । আইন প্রয়োগকারী সংস্থার নজরদারি থেকে দূরে থাকার জন্য ডার্কনেট অনিঅন রাউটার (টিওআর)-এর ব্যবহার করে ৷

ABOUT THE AUTHOR

...view details