পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mir Abdullah Passes Away: প্রয়াত লখনউয়ের নবাব জাফর মীর আবদুল্লাহ - উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

নবাব জাফর মীর আবদুল্লাহ, যিনি লখনউয়ের সাংস্কৃতিক ও ঐতিহ্যের দূত, দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত হয়েছেন । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জাফর মীরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ৷ ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব তাঁর মৃত্যুকে একটি যুগের শেষ বলে বর্ণনা করেছেন ।

Mir Abdullah Passes Away
Mir Abdullah Passes Away

By

Published : Apr 19, 2023, 2:57 PM IST

লখনউ (উত্তরপ্রদেশ), 19 এপ্রিল: লখনউয়ের একজন সুপরিচিত ব্যক্তিত্ব নবাব জাফর মীর আবদুল্লাহ মঙ্গলবার রাতে প্রয়াত হয়েছেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 72 বছর ৷ ইটিভি ইন্ডিয়াকে নবাব সাহেবের ভাই মাসুদ আবদুল্লাহ প্রয়াণের এই খবর দিয়েছেন ৷

জাফর মীর আবদুল্লাহ দীর্ঘদিন ধরে রাজধানী শহরের বিবেকানন্দ হাসপাতালে ভর্তি ছিলেন ৷ সেখানেই তাঁর ডায়ালিসিস চলছিল । পুরনো লখনউয়ের শীশমহল এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি । সম্প্রতি জাফর মীর আবদুল্লাহর স্ত্রী মারা যান ৷

লখনউ শহরের সাংস্কৃতিক আইকন হিসেবে বলা হয় নবাব জাফর মীর আবদুল্লাহকে ৷ ফলে শোকস্তব্ধ লখনউয়ের সাংস্কৃতিক মহল ৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব নবাব সাহেব জাফর মীরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ।

আরও পড়ুন:নির্বাচনে লড়তে 1 টাকার কয়েনে 10 হাজার জোগাড় নির্দল প্রার্থী ইয়াঙ্কাপ্পার

এক বার্তায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মীর আবদুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান । অখিলেশ যাদবও একটি টুইটে নবাব জাফরকে স্মরণ করেছেন ৷ তাঁর মৃত্যুকে একটি যুগের সমাপ্তি বলে উল্লেখ করেছেন অখিলেশ যাদব । পরিবারের সদস্যরা জানিয়েছেন, জাফরের মেয়ে লখনউয়ের বাইরে রয়েছেন ৷ তিনি আসার পরই কবর দেওয়া হবে ৷

নবাব জাফর মীর আবদুল্লাহর ইতিহাস সম্পর্কে বিস্তৃত জ্ঞান ছিল ৷ বিদেশি সংবাদমাধ্যমগুলি বহুবার তাঁর সাক্ষাৎকার নিয়েছেন ৷ বিশেষ করে লখনউয়ের খাবার ও ইতিহাস নিয়ে তাঁর উপর ভরসা করতেন সকলে ৷ তিনি লখনউয়ের স্বনামধন্য আইন স্কুল ও মার্টিনিয়ার কলেজে পড়াশোনা করেছেন ৷

একটি টুইটে প্রাক্তন মন্ত্রী মহসিন রাজা বলেন, ‘‘নবাব জাফর মীর আবদুল্লাহ একজন শান্তিপ্রিয়, অত্যন্ত বাস্তববাদী এবং শান্ত ব্যক্তি ছিলেন ৷ তিনি সমাজসেবার কাজ করেছিলেন । লখনউ শহরের সংস্কৃতি তাঁর ব্যক্তিত্বে প্রতিফলিত হয়েছিল এবং তিনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন ৷’’

আরও পড়ুন:92 বছর বয়সেও ভোট ময়দানে, পরিচয় করুন কর্ণাটকের এই কংগ্রেস প্রার্থীর সঙ্গে

ABOUT THE AUTHOR

...view details