পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sonajhuri Haat : জঙ্গলের মধ্যে অবাধে ঘুরছে গাড়ি-টোটো, ধ্বংসের মুখে শান্তিনিকেতনের সোনাঝুরি - ধ্বংস হয়ে যাচ্ছে সোনাঝুরি জঙ্গল

খোয়াই হাট 'সোনাঝুরির হাট' নামেই বেশি পরিচিত ৷ রবীন্দ্রনাথের বিভিন্ন লেখায় বারবার উঠে এসেছে তাঁর প্রিয় এই জায়গার সৌন্দর্য ৷ সোনাঝুরির সেই সৌন্দর্য ফেরাতেই তৎপর স্থানীয়রা ৷

Sonajhuri
খোয়াই হাট 'সোনাঝুরির হাট' নামেই বেশি পরিচিত

By

Published : Nov 29, 2021, 10:33 PM IST

শান্তিনিকেতন, 28 নভেম্বর : গাড়ি-টোটোর দৌরাত্ম্যে ধ্বংস হয়ে যাচ্ছে সোনাঝুরি জঙ্গল (Natural beauty of Sonajhuri is being destroyed) ৷ প্রাকৃতিক হাটটি সৌন্দর্য হারিয়ে ক্রমশ কৃত্রিম হাটে পরিণত হচ্ছে বলে ক্ষোভ ব্যবসায়ী থেকে শুরু করে পর্যটক, বাউলশিল্পীদের ৷ জঙ্গলের মধ্যে দিয়ে অবাধে চারচাকা গাড়ি চলাচল করায় নষ্ট হচ্ছে গাছ ৷

সৌন্দর্য হারাচ্ছে সোনাঝুরি ৷

এক সময় সোনাঝুরি জঙ্গলের মধ্যে স্থানীয় শিল্পীদের নিয়ে আশ্রম কন্যা শ্যামলী খাস্তগীর ‘খোয়াই হাট’-এর সূচনা করেছিলেন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই হাটকে ঢেলে সাজানো হবে ৷ তারপর থেকেই ক্রমশ বেড়েছে হাটের পরিধি ।

অন্যদিকে, দীর্ঘ দু'বছর পর্যটকদের জন্য বিশ্বভারতী বন্ধ থাকায় বর্তমানে ভিড় উপচে পড়ছে সোনাঝুরির জঙ্গলে ৷ এতেই নষ্ট হচ্ছে জঙ্গলের স্বাভাবিক পরিবেশ । জঙ্গলের মধ্যে দিয়ে অবাধে চলাচল করছে পর্যটকদের গাড়ি, টোটো ৷

ABOUT THE AUTHOR

...view details