পশ্চিমবঙ্গ

west bengal

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা চেয়ে দেশজুড়ে বিক্ষোভে কংগ্রেস

By

Published : Jul 20, 2021, 1:11 PM IST

পেগাসাসের কীর্তিকলাপ নিয়ে সংবাদমাধ্যমের রিপোর্টে দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি ৷ এ নিয়ে এবার কংগ্রেস পথে নেমে বিক্ষোভ জানানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ সঙ্গে সংসদে মুলতুবি পেশ করা হয়েছে ৷

কংগ্রেস
কংগ্রেস

নিউ দিল্লি, 20 জুলাই : পেগাসাসের (Pegasus) নিশানায় নাম রয়েছে প্রাক্তন কংগ্রেস সভাপতি (former Congress President) রাহুল গান্ধিরও (Rahul Gandhi) ৷ ইজরায়েলের এনএসও গ্রুপের (Israel's NSO Group) তৈরি এই আড়ি পাতা অ্যাপ নিয়ে এবার কংগ্রেস বিক্ষোভে নামছে দেশজুড়ে, পাশাপাশি সংসদেও এই বিষয়টি উত্থাপন করা হবে ৷

আরও পড়ুন : পেগাসাস ইস্যুতে উত্তপ্ত সংসদ, মুলতুবি দুই কক্ষের অধিবেশন

সংবাদমাধ্যমে জানানো হয়েছে, ভারতের 300টি নম্বরের মধ্যে সনিয়া পুত্র রাহুলের নম্বরও রয়েছে ৷ তিনি কমপক্ষে 2টি ফোন ব্যবহার করেন ৷ দেশের নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে কী ভাবে এই ব্যক্তিগত নম্বরের হদিস পেল ইজরায়েলের সংস্থাটি, এর প্রতিবাদে কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি রাজ্যে বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়েছে ৷ প্রতিটি রাজ্যে কংগ্রেস রাজভবন পর্যন্ত মিছিল করবে, সঙ্গে রাজ্যের রাজধানীতে সাংবাদিক সম্মেলন করা হবে ৷ সংসদে কে সি বেণুগোপালের নেতৃত্বে রাজ্যসভা স্থগিত রাখার নোটিস (suspension notice) দিয়েছে কংগ্রেস, আর লোকসভায় মুলতুবি প্রস্তাব (adjournment motion) পেশ করেছে ৷ এই প্রসঙ্গে সোমবার কংগ্রেস প্রশ্ন তুলেছে, "দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রীকে এখুনি এই পদ থেকে বরখাস্ত করা উচিত নয় কি ? প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আর অন্য যাঁরা এর সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁদের ভূমিকা নিয়ে পুরো তদন্ত নিশ্চিত করার দরকার নেই ?"

কংগ্রেস জানিয়েছে, সাংবিধানিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকা লোকজন, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, নিরাপত্তা বাহিনীর বর্তমান আর প্রাক্তন প্রধান, বিরোধী দলনেতা, সাংবাদিক, আইনজীবী আর সমাজকর্মীদের মোবাইল নম্বর বেআইনি আর নিয়মবিরুদ্ধ ভাবে হ্যাক হওয়ার ঘটনা সংবাদমাধ্যম জানাচ্ছে, এটা "দুর্ভাগ্যজনক আর চাঞ্চল্যকর" (shocking and sensational) ৷ এতে জাতীয় নিরাপত্তা রক্ষায় বিজেপি সরকারের বিশ্বাসঘাতকতা আর অক্ষমতার ছবি সামনে এসেছে ৷

ABOUT THE AUTHOR

...view details