জৌনপুর, 27 অক্টোবর:বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির কারণেই মুসলিমরা অস্পৃশ্যে পরিণত হয়েছে (Muslims reduced to untouchables due to BJP)৷ বৃহস্পতিবার ইটিভি ভারতের সঙ্গে কথোপকথনের সময় এমনই অভিযোগ করলেন মহারাষ্ট্র সমাজবাদী পার্টির সভাপতি (SP Leader Slams BJP) তথা বিধায়ক আবু আসিম আজমি (Abu Asim Azmi)৷ তাঁর আরও অভিযোগ, রাজনৈতিক দলগুলিও মুসলিমদের দুর্দশার কথা তুলে ধরতে দ্বিধাগ্রস্ত হয় ৷ মুসলিম ইস্যুতে তারা কথা বললে অমুসলিম ভোট হারাবে এই আশংকা থাকে তাদের ৷
প্রবীণ সপা নেতা মুলায়ম সিং যাদবের প্রয়াণের পর প্রথমবার জৌনপুর গেলেন আবু আসিম আজমি ৷ ইব্রাহিমপুরে সাম্প্রতিক একটি দুর্গা পুজার ঘটনার কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, পুলিশের যেখানে আইন-শৃঙ্খলার অভিভাবকের ভূমিকা পালন করা উচিত, সেখানে তারা মুসলিমদের প্রকাশ্যে হুমকি দিচ্ছে ৷ তিনি বলেন, "পুলিশ মুসলিমদের বলেছে, এক এক করে তাদের শায়েস্তা করা হবে ৷ এ ধরনের পুলিশকর্মীদের অবশ্যই গ্রেফতার করা উচিত এবং আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ৷" আজমির অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার নির্দিষ্ট একটি সম্প্রদায়কে নিশানা করে ৷ কেন্দ্র গোয়েন্দা সংস্থাগুলির অপব্যবহার করে বিরোধীদের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি ৷