আলিগড়, 15 অক্টোবর: রবিবার থেকে শুরু হয়েছে নবরাত্রি ৷ ভক্তরা কলস প্রতিষ্ঠার মাধ্যমে এদিন থেকেই মা দুর্গার আরাধনা শুরু করেন ৷ 9 দিন ব্যাপী এই চলে দেবী দুর্গার এই আরাধনা পর্ব ৷ সাম্প্রদায়িক সম্প্রতী ও সৌহার্দ্যের বার্তা দিয়ে বিভিন্ন ধর্মের মানুষও এই উৎসবে যোগ দেন ৷ এরকমই এক উদাহরণ ধরা পড়েছে উত্তরপ্রদেশের আলিগড়ে ৷ এখানে এক মুসলিম পরিবার তাদের ঘরে দেবী দুর্গার মূর্তি স্থাপন করেছে ৷ নবরাত্রি উপলক্ষ্যে ব্রতও রেখেছেন এই সংখ্যালঘু পরিবারটির সদস্যরা ৷ হিন্দু রীতি ও যাবতীয় আচার মেনে দেবীর পুজো করছেন এই পরিবারটির সদস্যরা ৷ এই মুসলিম পরিবারটির দাবি, আল্লাহ মতো হিন্দু দেব-দেবীদের প্রতিও তাদের আস্থা রয়েছে ৷ হিন্দু-মুসলিম সম্প্রীতির জন্য তারা এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে পরিবারটি ৷
পুরনো আলিগড় শহরের বাসিন্দা রুবি যাবতীয় হিন্দু আচার মেনে রবিবার থেকে নবরাত্রি পালন শুরু করেছেন ৷ বাড়িতে স্থাপন করা হয়েছে মা দুর্গার মূর্তি ৷ পরিবারের সদস্যরা এদিন ব্রত রেখে দেবীর পুজো করেন ৷ পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাঁরা হিন্দু, মুসলিম দুই ধর্মই মানেন ৷ দেশে যাতে শান্তি ও সমৃদ্ধি আসে তার জন্য ভগবান ও আল্লাহ সবার কাছেই তারা প্রার্থনা করেন ৷ কিন্তু কেউ যদি দেবী দুর্গার পুজো করতে তাদের বাধা দেয়, তখন কী হবে ? পরিবারটির দাবি এতে কিছু প্রভাব পড়বে না তাদের বিশ্বাসে, তারা ভগবান ও আল্লাহর উপাসনা চালিয়ে যাবেন ৷