পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Gold Seized in Mumbai Airport: মুম্বই বিমানবন্দরে উদ্ধার 10 কেজি সোনা, গ্রেফতার চার - ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স

দু’টি পৃথক ঘটনায় মুম্বই বিমানবন্দর থেকে উদ্ধার হল 10 কেজি সোনা ৷ ওই সোনার বাজার মূল্য প্রায় 6.2 কোটি টাকা ৷ চারজনকে গ্রেফতার করা হয়েছে এই দু’টি ঘটনায় ৷

Gold Seized in Mumbai Airport
Gold Seized in Mumbai Airport

By

Published : Jun 5, 2023, 1:15 PM IST

মুম্বই, 5 জুন: 10 কেজি সোনা বাজেয়াপ্ত করা হল মুম্বই বিমানবন্দর থেকে ৷ বাজেয়াপ্ত হওয়া সোনার বাজার মূল্য প্রায় 6.2 কোটি টাকা ৷ দু’টি পৃথক ঘটনায় এই পরিমাণ সোনা বাজেয়াপ্ত হয়েছে ৷ দু’টি ঘটনায় সব মিলিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে ৷

ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স বা রাজস্ব গোয়েন্দা বিভাগের তরফ থেকে জানা গিয়েছে, প্রথম ঘটনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শারজাহ থেকে মুম্বইয়ে আসা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইটের দু’জন যাত্রীকে আটক করা হয় । যখন এই যাত্রীদের তল্লাশি করা হয়, তখন তাঁদের কোমরের চারপাশে তাদের কাপড়ে লুকানো আটটি 24 ক্যারেট সোনার বার পাওয়া যায় । যার ওজন 8 কেজি৷ এই ঘটনায় ওই দু’জনকে আটক করা হয় ৷ তাঁদের সঙ্গে আরও এক যাত্রী ছিলেন ৷ তাঁকেও আটক করেন রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ৷ তাঁদের কাছ থেকে যে সোনা পাওয়া গিয়েছে, তার বাজারদর 4.94 কোটি টাকা ৷

উদ্ধার হওয়া সোনা

রাজস্ব গোয়েন্দা বিভাগ জানিয়েছে, দ্বিতীয় ঘটনায় দুবাই থেকে আসা একজন ভারতীয় নাগরিককে মুম্বই বিমানবন্দরে আটক করা হয় । তল্লাশির সময় ওই যাত্রীর লাগেজ থেকে মহিলারা টাকা রাখার জন্য ব্যবহার করেন এমন 56টি ব্যাগ পাওয়া যায় ৷ ওই 56টি ব্যাগ থেকে ধাতব তারের আকারের 24 ক্যারেটে সোনা পাওয়া যায় ৷ বাজেয়াপ্ত করা সোনা ৷ ওই সোনার তারের মোট ওজন 2005 গ্রাম৷ যার বাজার দর প্রায় 1 কোটি 23 লক্ষ 80 হাজার 875 টাকা ৷ ওই ব্যক্তিকে আটক করা হয় ৷

মহিলাদের ব্যবহৃত ব্যাগে উদ্ধার সোনা

রাজস্ব গোয়েন্দা বিভাগের তরফ থেকে আরও জানা গিয়েছে, তাদের কাছে আগে থেকেই সোনা চোরাচালান সম্বন্ধে গোপন তথ্য ছিল । এই কারণেই এই দু’টি অপারেশন খুব অল্প সময়ের মধ্যে দ্রুত সম্পন্ন করা হয়েছে । কিন্তু যাঁদের ধরা হয়েছে, তাঁরা প্রত্য়েকেই উচ্চশিক্ষিত৷ যা গোয়েন্দাদের কাছে রীতিমতো বিস্ময়কর মনে হয়েছে ৷ গোয়েন্দাদের ধারণা, পরিকল্পনা করেই এই কাজ করা হচ্ছে ৷ যাতে পাচারকারীদের সন্দেহজনক বলে মনে না হয় ৷

আরও পড়ুন:মুম্বই বিমানবন্দরে বাজেয়াপ্ত 4 কেজি 712 গ্রাম সোনা, বাজারদর 2.5 কোটি

ABOUT THE AUTHOR

...view details