চেন্নাই, 15 মে: মর্মান্তিক ! নৃশংস ! ভয়াবহ ! কোনও বিশেষণই যথেষ্ট নয় এই ঘটনার জন্য ৷ লজ্জাজনক এক ঘটনার সাক্ষী চেন্নাই (Chennai rape case)৷ এ লজ্জা গোটা মাতৃকূলের ৷ এক মায়ের সম্মতিতে তার নাবালিকা কন্যাকে ধর্ষণ করল ওই মহিলার প্রেমিক ৷ এখানেই শেষ নয় ৷ মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় তার স্কুল ছাড়িয়ে দিয়ে বাড়িতে মেয়েকে লুকিয়ে রাখে তার মা ৷ যাতে তার ও তার প্রেমিকের কীর্তি জানাজানি না হয়ে যায় ৷ বাড়ির শৌচালয়ে সন্তানের জন্ম দেয় সেই নাবালিকা (Mother let paramour rape her daughter)৷
38 বছরের মহিলাটি দিনমজুরের কাজ করে ৷ তার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল 50 বছরের এক ব্যক্তির ৷ অভিযোগ, সে ওই মহিলার 17 বছরের কন্যাকে বিয়ে করতে চাওয়ায় তাকে ধর্ষণের অনুমতি দেয় মা ৷ এরপর নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে স্কুল ছাড়িয়ে দেয় তার মা ৷ সে তার প্রৌঢ় প্রেমিকের সঙ্গে গর্ভবতী মেয়ের বিয়ে দিয়ে দেয় ৷ প্রতিবশীদের যাতে সন্দেহ না হয়, সে জন্য মেয়েকে ঘরের বাইরে বেরোতে দিত না তার মা ৷ গত 1 মে লেবার পেইন ওঠার পরও মেয়েকে হাসপাতালে নিয়ে যায়নি সে ৷ এরপর শৌচালয়েই সন্তান প্রসব করে নাবালিকা ৷