ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Monks beaten by Mob: ছেলেধরা সন্দেহে তিন ‘সাধু’কে মারধর ছত্তিশগড়ে - ছত্তিশগড়

ছেলেধরা সন্দেহে গণধোলাই ৷ সাধুর বেশে থাকা তিনজনকে গণধোলাইয়ের অভিযোগ (Mob Beat 3 Dressed as Sadhus) ৷ ছত্তিশগড়ের (Chattishgarh) দুর্গে ঘটনাটি ঘটেছে ৷

Mob Beat 3 Dressed as Sadhus in durg Chhattisgarh
Monks beaten by Mob: ছেলেধরা সন্দেহে তিন ‘সাধু’কে মারধর ছত্তিশগড়ে
author img

By

Published : Oct 6, 2022, 2:31 PM IST

দুর্গ (ছত্তিশগড়), 6 অক্টোবর : ছেলেধরা (Child Lifters) সন্দেহে গণধোলাইয়ের শিকার হলেন তিনজন ৷ বৃহস্পতিবার এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন ছত্তিশগড়ের (Chattishgarh) দুর্গের পুলিশ সুপার অভিষেক যাদব ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে তিনজন আক্রান্ত হয়েছেন, তাঁরা সাধুর বেশে ছিলেন ৷ এলাকায় শিশুদের সঙ্গে কথা বলছিলেন ৷ সেই থেকেই স্থানীয় বাসিন্দাদের তাঁদের ছেলেধরা বলে সন্দেহ হয় ৷ তখনই ক্ষিপ্ত জনতা ওই তিনজনকে মারধর করে (Mob Beat 3 Dressed as Sadhus) ৷

তবে মারধরের পর তাঁদের কী অবস্থা হল ? তাঁরা কি হাসপাতালে ভর্তি ? এই তথ্য এখনও পুলিশ বা প্রশাসনের তরফে জানা যায়নি ৷ কিন্তু এই ঘটনাটি ঠিক হয়নি বলে জানিয়েছেন দুর্গের (Durg) পুলিশ সুপার অভিষেক যাদব ৷ তিনি জানান, এভাবে মারধর বেআইনি ৷ এটা একেবারেই ঠিক হয়নি ৷

পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে ৷ ওই তিনজনের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ৷ তারা সত্যিই ছেলেধরা কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের তরফে জানা গিয়েছে ৷ এদিকে ওই এলাকার পরিস্থিতিও থমথমে ৷ সেদিকে নজর রয়েছে পুলিশের ৷

আরও পড়ুন :বিহারে বাঘের হানায় বালিকার মৃত্যু, আতঙ্কে গ্রামবাসীরা

ABOUT THE AUTHOR

...view details