নয়াদিল্লি, 27 জুলাই: মণিপুরের দুই মহিলাকে নগ্ন করে প্রকাশ্যে যৌন হেনস্তার ঘটনার তদন্তভার গেল সিবিআইয়ের হাতে ৷ মণিপুরের সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই গর্জে ওঠে দেশ ৷ আন্তর্জাতিক ক্ষেত্রেও দেশের ভাবমূর্তি অনেকটাই ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দাবি করে বিরোধীরা ৷ ঘটনার আকস্মিকতায় মুখ খুলতে বাধ্য হয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনই মণিপুরের ঘটনার তীব্র নিন্দা করেন প্রধানমন্ত্রী মোদি ৷ এরপর বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হল, সেই ভাইরাল ঘটনার তদন্তভার যাচ্ছে সিবিআইয়ের হাতে ৷
মণিপুরে প্রকাশ্যে দুই মহিলার উপর যৌন নিপীড়নের মামলার তদন্ত করবে সিবিআই ৷ সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সেই নির্দেশ আসার পরই ডিআইজি পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে তদন্ত শুরু করছে সিবিআই ৷ একইসঙ্গে জানা গিয়েছে, ভাইরাল ভিডিয়োর পাশাপাশি আরও ছ'টি মামলার তদন্তও করবে সিবিআই ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক এদিন জানিয়েছেন, যে স্বরাষ্ট্রমন্ত্রক মেইতেই এবং কুকি উভয় জনজাতির সঙ্গেও যোগাযোগ করছে ৷ পাশাপাশি দুই সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করে মণিপুরে স্বাভাবিক অবস্থা পুনরুদ্ধারের জন্য সচেষ্ট হচ্ছে কেন্দ্র ৷ এক আধিকারিক জানান, দুই সম্প্রদায়ের সঙ্গে আলোচনা ঠিক পথেই এগোচ্ছে ৷
আরও পড়ুন:'এখানে-ওখানে না গিয়ে প্রধানমন্ত্রী কেন মণিপুর যাচ্ছেন না ?' বিধানসভায় তোপ মমতার
মণিপুরে প্রায় তিন মাস ধরে চলা জাতিগত হিংসায় 160 জনেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে। দিনকয়েক আগে এক ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, দুই মহিলাকে প্রকাশ্যে নগ্ন করে হাঁটানোর পাশাপাশি তাঁদের উপর যৌন নির্যাতন চালাচ্ছে বেশ কয়েকজন দুষ্কৃতী ৷ 4 মে'র সেই ভিডিয়ো চলতি মাসের শুরুতে সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ যে ভিডিয়ো দেশব্যাপী ক্ষোভের জন্ম দেয়। বিরোধীরা এই ইস্যুতে মোদি সরকারকে কোণঠাসা করার সুযোগও নিয়েছে ৷ 20 জুলাই থেকে শুরু হওয়া সংসদের বাদল অধিবেশনেও এ বিষয়ে সোচ্চার হয়েছে বিরোধীরা ৷ এরপর তড়িঘড়ি সিবিআই তদন্তের নির্দেশ দিল স্বরাষ্ট্রমন্ত্রক ৷
স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, মণিপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো তবে স্বাভাবিক নয়। প্রায় 35 হাজার নিরাপত্তা কর্মী ময়দানে নেমে কাজ করছেন ৷ একইসঙ্গে, ওই আধিকারিক জানান, ওষুধ এবং দৈনিক জিনিসের সরবরাহের কোনও অভাব নেই ৷ খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও নিয়ন্ত্রণে রয়েছে বলে খবর। বিপুল সংখ্যক সরকারী কর্মীরা কাজে ফিরছেন এবং স্কুলও আবার চালু হচ্ছে বলেও জানান ওই শীর্ষ আধিকারিক ৷ অন্যদিকে, যে মোবাইল ফোন থেকে মণিপুরে মহিলাদের নগ্ন করে হাঁটানোর ভিডিয়ো শুট করা হয়েছিল তা উদ্ধার করা হয়েছে বলে খবর ৷ সেই সঙ্গে, পুলিশ সূত্রে খবর, যে ব্যক্তি ভিডিয়োটি শুট করেছে তাকেও গ্রেফতার করা হয়েছে ৷