নয়াদিল্লি, 24 ডিসেম্বর:বিশ্বের অন্যান্য দেশে ফের একবার করোনার (Corona) দাপট শুরু হতেই সতর্ক ভারত ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় দেশজুড়ে অক্সিজেনের আকাল হয়েছিল ৷ বহু রোগীর প্রাণ গিয়েছিল শুধুমাত্র অক্সিজেনের অভাবে ৷ সেই পরিস্থিতিতে যাতে আবার তৈরি না-হয়, তা নিশ্চিত করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি পাঠাল কেন্দ্র (Center) ৷ শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) পক্ষ থেকে এই চিঠি পাঠানো হয় ৷ তাতে বলা হয়েছে, হাসপাতালগুলিতে যাতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহে (Medical Oxygen Supply) কোনও সমস্যা না-হয়, তা এখন থেকেই নিশ্চিত করতে হবে ৷ প্রস্তুত থাকতে হবে যে কোনও আপদকালীন পরিস্থিতির জন্য ৷
প্রতিবেশী চিনে ইতিমধ্য়েই আবারও চড়চড়িয়ে বাড়ছে করোনার সংক্রমণ ৷ সেই তুলনায় ভারতের পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণে ৷ কিন্তু, ছবিটা যে হঠাৎ করে বদলে যাবে না, এমন নিশ্চয়তা কারও পক্ষেই দেওয়া সম্ভব নয় ৷ আর সেই কারণেই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্বাস্থ্য পরিকাঠামো এখন থেকেই অতিমারি মোকাবিলার উপযোগী করে রাখতে বদ্ধপরিকর কেন্দ্র ৷