পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Ministry of Co-operation : দেশের সমবায় আন্দোলনকে পোক্ত করতেই সহযোগিতা মন্ত্রক, বললেন নির্মলা

সহযোগিতা মন্ত্রক নামে নয়া একটি মন্ত্রক গঠন করেছে কেন্দ্রীয় সরকার ৷ বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, দেশে সমবায় আন্দোলনকে আরও পোক্ত করতে পৃথক প্রশাসনিক, আইনি এবং নীতিগত সহযোগিতা প্রদান করবে এই মন্ত্রক ৷

By

Published : Jul 7, 2021, 1:31 PM IST

Ministry of Cooperation has been formed to strengthen the cooperative movement of the country, said Nirmala Sitharaman
Ministry of Co-operation : দেশের সমবায় আন্দোলনকে পোক্ত করতেই গঠিত হয়েছে সহযোগিতা মন্ত্রক, দাবি নির্মলার

নয়াদিল্লি, 7 জুলাই :সমবায় আন্দোলনকে আরও পোক্ত করতে পৃথক প্রশাসনিক, আইনি এবং নীতিগত সহযোগিতা করবে কেন্দ্রের নবনির্মিত সহযোগিতা মন্ত্রক (Ministry of Co-operation) ৷ বুধবার একথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Union Finance Minister Nirmala Sitharaman) ৷

এদিন এই প্রসঙ্গে একটি টুইট করেন নির্মলা ৷ তিনি লেখেন, ‘‘মোদি সরকার একটি পৃথক ‘সহযোগিতা মন্ত্রক’ তৈরি করেছে ৷ এই নতুন মন্ত্রকটি দেশে সমবায় আন্দোলনকে আরও পোক্ত করতে পৃথক প্রশাসনিক, আইনি এবং নীতিগত সহযোগিতা প্রদান করবে ৷ যা ‘সাহকর সে সমৃদ্ধি’র (#SahkarSeSamriddhi) ভাবনাকে বাস্তবায়িত করবে ৷’’

আরও পড়ুন :করোনায় প্রভাবিত ক্ষেত্রগুলির জন্য 1.1 লক্ষ কোটির প্যাকেজ ঘোষণা কেন্দ্রের

দেশজুড়ে সমবায় আন্দোলনকে আরও শক্ত ভিতের উপর খাড়া করতেই নতুন এই মন্ত্রক তৈরি করা হয়েছে ৷ মোদি সরকারের তরফে অন্তত এমনই দাবি করা হচ্ছে ৷ সমবায় আন্দোলনকে একেবারে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়াটাই সরকারের লক্ষ্য ৷ সমবায় ব্যবস্থাকে ভিত্তি করে উন্নয়নের মডেল ভারতে নতুন নয় ৷ এই ব্য়বস্থাপনায় সমবায়ের প্রত্যেক সদস্য নিজেদের উদ্যমে কাজ করেন ৷ এই ব্যবস্থা নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করে ৷ বেকাররা স্বনির্ভর হন ৷ এবং প্রত্য়েকেই নিজের নিজের দায়িত্ব পালন করে সামগ্রিক উন্নয়নের শরিক হন ৷ কেন্দ্রীয় সরকার বিকাশের এই মডেলকে সামনে রেখেই এগোতে চাইছে ৷

আরও পড়ুন :মোদি সরকার..., শূন্যস্থান রেখে কেন্দ্রকে বিঁধলেন রাহুল

সূত্রের খবর, সমবায়ের আওতায় যাতে বিভিন্ন ধরনের প্রকল্পগুলির কাজ আরও সহজে হতে পারে, সেটাই নিশ্চিত করবে নবগঠিত সহযোগিতা মন্ত্রক ৷ এবং এই মন্ত্রক একাধিক রাজ্য়ের মধ্যে সমবায় ব্যবস্থাপনা (Multi-State Cooperatives) বা MSCS-কেও আরও সহজ ও সমৃদ্ধ করবে ৷ সমাজের সামগ্রিক উন্নয়নের জন্য গোষ্ঠীভিত্তিক বিকাশের উপর গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ এই ধরনের উদ্যোগে সরাসরি অংশীদারিত্ব করতে চাইছে তারা ৷ নয়া মন্ত্রকের গঠনও সেই ভাবনা থেকেই এসেছে ৷ সূত্রের খবর, আগামী দিনে সমবায়ভিত্তিক উন্নয়ন খাতে বরাদ্দ নির্ধারণ ও ঘোষণার ক্ষেত্রেও নয়া মন্ত্রক সহযোগিতা করবে ৷ পাশাপাশি, সরকারের এই পদক্ষেপ দেশের কৃষকদের ক্ষমতায়নেরও সহায়ক হবে বলে আশা কেন্দ্রের ৷

ABOUT THE AUTHOR

...view details