নাসিক ও ইটানগর, 23 নভেম্বর: মহারাষ্ট্রের নাসিক ও অরুণাচল প্রদেশের বাসরে মৃদু ভূমিকম্প অনুভূত হল (Mild Earthquakes in Maharashtra and Arunachal) ৷ তবে, এই জোড়া ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি বলেই দুই রাজ্যের প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷ আজ ভোরে নাসিক জেলা থেকে 89 কিলোমিটার পশ্চিমে রিখটার স্কেলে 3.6 মাত্রার কম্পন অনুভূত হয় ৷ আর বাসর জেলা থেকে 58 কিলোমিটার দূরে উত্তর-পশ্চিমে সকাল 7টা নাগাদ রিখটার স্কেলে 3.8 মাত্রার কম্পন অনুভব হয় ৷
মহারাষ্ট্রের নাসিকের ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার গভীরে ছিল বলে জানা গিয়েছে ৷ ভোর 4টে 4 মিনিট নাগাদ প্রথম এই ভূমিকম্প হয় বলে জানিয়েছে কেন্দ্রীয় ভূ-বিভাগ ৷ অন্যদিকে, অরুণাচল প্রদেশের বাসর জেলার অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল মাটিতে 10 কিলোমিটার গভীরে ছিল বলে জানিয়েছে ভূ-বিভাগ ৷