পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Ganesh Puja 2023: 69 কেজি সোনার আভরণে সাজলেন গণপতি, মানুষের ঢল আন্ধেরির জিএসবি সেবা মণ্ডলের পুজোয় - গণেশ উৎসব

Ganesh Chaturthi: মুম্বইয়ে জিএসবি সেবা মণ্ডলের গণেশ ছাপিয়ে গিয়েছে বাকি সব বিখ্যাত গণেশ পুজোকে ৷ 69 কেজি সোনা ও 336 কেজি রূপো দিয়ে সাজানো গণেশ দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা ৷

Etv Bharat
সোনা-রূপোয় মোড়ানো জিএসবির গণপতি বাপ্পা

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 9:48 PM IST

Updated : Sep 19, 2023, 10:58 PM IST

মুম্বইয়ে জিএসবি সেবা মণ্ডলের গণেশ

মুম্বই, 19 সেপ্টেম্বর: চতুর্থী থেকে শুরু হয় গণেশ উৎসব ৷ দশদিন ধরে ধুমধাম করে গণপতি বাপ্পার পুজোয় মেতে ওঠে মুম্বই নগরী ৷ 'লালবাগ চা রাজা', 'চিঞ্চপোকলিচা চিন্তামণি', 'খেতওয়াড়ি চা রাজা'র মতোই বিখ্যাত, জিএসবি গণপতির পুজো ৷ এই বছর জিএসবি-র গণেশ ছাপিয়ে গিয়েছে বাকি সব বিখ্যাত পুজোকে ৷ 69 কেজি সোনা ও 336 কেজি রূপো দিয়ে তৈরি হয়েছে এই গণেশ ৷ শুধু তাই নয়, জিএসবি সার্ভিস বোর্ড এই গণেশের জন্য ইন্সুরেন্স করিয়েছে 360.45 কোটি টাকার ৷

1955 সালে মুম্বইয়ের ওয়াডালার কটক রোডের দ্বারকানাথ ভবনে 14 ইঞ্চির গণেশ এনে প্রথম পুজো শুরু করা হয়েছিল ৷ আজ এই আকার নিয়েছে মহোৎসবের ৷ জিএসবি সেবা মণ্ডলের এই পুজো বর্তমানে সোনার গণেশ নামেও বিখ্যাত ৷ এই গণেশের বিশেষত্ব হল, 69 কেজি সোনা ও 336 কেজি রূপো ব্যবহার করা হয়েছে এই গণেশের সাজ সজ্জায় ৷ চলতি বছর 69তম বর্ষে পা দিয়েছে এই পুজো ৷ জেএসবির গণেশ পুজো ঘিরে ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তারও ৷ ফেস রেকগনিশন সিস্টেমের পাশাপাশি নিরাপত্তার পাশাপাশি চারিদিকে বসানো হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা ৷

69 কেজি সোনা ও 336 কেজি রূপো দিয়ে তৈরি গণেশ

'দ্য কিং অফ অন্ধেরি' তথা গণপতির শুধু গয়নার মূল্যই 2 কোটি 50 লক্ষ টাকা ৷ তার সঙ্গে রয়েছে সোনার ইঁদুর, রূপোর পা ও লাল পান্না বসানো রূপোর মুকুট ৷ জিএসবি সেবা মণ্ডলের ভাইস চেয়ারম্যান রাঘবেন্দ্র জি ভাট জানিয়েছেন, এই বছর মণ্ডলের তরফে 360.45 কোটি টাকার ইন্সিওরেন্স নেওয়া হয়েছে ৷ গত বছর গণপতির ইন্সিওরেন্স প্ল্যান ছিল 316.40 কোটি টাকা ৷ পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, এই বছর খুব বড় করে যজ্ঞ করা হবে ৷ দেশের মঙ্গল কামনায় ও চন্দ্রযান 3-র সাফল্যের কারণে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে ৷

আরও পড়ুন: রেকর্ড দাম উঠল নিলামে, গণপতির লাড্ডু বিকোল 25 লাখে

গত বছরের মতো এই বছরও আয়োজন করা হয়েছে মুম্বইয়ের মোরায়ার জমকালো প্রতিযোগিতা। এছাড়াও, মুম্বই বিজেপির সভাপতি এবং বিধায়ক আশিস শেলার জানিয়েছেন গণেশোৎসব, দহিহান্ডি উৎসব, নবরাত্রি উৎসব-সহ বিভিন্ন উৎসব উৎসাহের সঙ্গে পালন করা হচ্ছে ৷ মুম্বই বিজেপির সভাপতি আশিস শেলার সম্প্রতি জানিয়েছেন যে এই বছরও গ্র্যান্ড গণেশোৎসব প্রতিযোগিতা "মুম্বাই চি মোরিয়া" অনুষ্ঠিত হবে।

Last Updated : Sep 19, 2023, 10:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details