পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তিন রাজ্যে গেরুয়া ঝড়কে জনতার মনোভাবের সঙ্গে জুড়লেন মোদি, মনে করালেন উন্নয়নের কথা - chhattisgarh

Narendra Modi: রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে ভোটের ফলে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই তিন রাজ্যে বিজেপির জয়কে সুশাসন ও উন্নয়নের প্রতি মানুষের বিশ্বাস বলে ব্যাখ্যা করেছেন তিনি ৷

ETV Bharat
নরেন্দ্র মোদি

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 5:02 PM IST

Updated : Dec 3, 2023, 11:01 PM IST

হায়দরাবাদ, 3 ডিসেম্বর: চার রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কংগ্রেসকে পরাস্ত করে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বিজেপির জয় নিশ্চিত হতেই রবিবার ভোটারদের ধন্যবাদ জানিয়ে বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি ৷ এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা, "জনতা-জনার্দনকে নমস্কার ৷ রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের ভোটের ফল প্রমাণ করছে যে দেশের মানুষের বিশ্বাস কেবলমাত্র সুশাসন ও উন্নয়নের রাজনীতির প্রতি রয়েছে ৷ মানুষের বিশ্বাস আছে বিজেপির প্রতি ৷" তেলেঙ্গানায় ক্ষমতাসীন বিআরএসকে হারিয়ে কংগ্রেস জিতলেও সোশাল মিডিয়ায় তাঁর বার্তায় তেলেঙ্গানার মানুষকেও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷

রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের ফল নিয়ে এদিন হিন্দিতে তাঁর এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷ লিখেছেন, "বিজেপির প্রতি বিশ্বাস, স্নেহ ও আশীর্বাদ দেওয়ার জন্য আমি এই রাজ্যগুলিতে আমার পরিবার বিশেষ করে মা-বোন ও যুব সমাজকে হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি ৷ আমি কথা দিচ্ছি আপনাদের কল্যাণের জন্য আমরা নিরন্তর কঠোর পরিশ্রম করে যাব ৷" একইসঙ্গে এদিন দলীয় কর্মীদেরও ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী ৷ বিজেপির উন্নয়ন ও গরিব কল্যাণের নীতি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিজেপি কর্মীদের প্রশংসা করেছেন নরেন্দ্র মোদি ৷ একইসঙ্গে বিকশিত ভারতের লক্ষ্যে উন্নয়নের জন্য তাঁরা যে কাজ করে যাবেন এদিন তাও মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ৷

একইসঙ্গে এদিন তেলেঙ্গানাবাসীকেও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ এখানে বিআরএসকে হারিয়ে কংগ্রেস ক্ষমতা দখল করলেও দক্ষিণের এই রাজ্যকে নিয়ে এদিন আলাদা বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি ৷ ইংরাজি ও তেলুগুতে তিনি লিখেছেন, "গত কয়েক বছর ধরে বিজেপির প্রতি তেলেঙ্গানাবাসীর সমর্থন ক্রমে বেড়েছে ৷ এখানকার মানুষের সঙ্গে আমাদের বন্ধন দৃঢ় হয়েছে ৷ এখানকার ভাই-বোনেদের ধন্যবাদ জানাই ৷"

উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী পদে কোনও মুখকে সামনে না-রেখেই ভোটের ময়দানে নেমেছিল বিজেপি ৷ প্রচারে গেরুয়া শিবিরের মুখ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং ৷ ফলে তিন রাজ্যের এই জয়কে বিজেপি ইতিমধ্যেই মোদি ম্যাজিক ও তাঁর উন্নয়ন পরিকল্পনার জয় বলে প্রচার করতে শুরু করেছে ৷ মধ্যপ্রদেশে ফের ক্ষমতায় ফিরেছে বিজেপি ৷ এর পিছনে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের 'লাডলি বেহানা'-সহ বিভিন্ন সামাজিক প্রকল্পের বড় অবদান রয়েছে বলে মনে করা হলেও, এবার বিজেপি শিবরাজকেই ফের মুখ্যমন্ত্রী পদে ফেরাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে ৷ ফলে রাজস্থান ও ছত্তিশগড়ের সঙ্গে মধ্যপ্রদেশের জয়কেও বিজেপি একাধারে দলের জয় হিসেবেই ব্যাখ্যা করছে ৷

আরও পড়ুন:

  1. মধ্যপ্রদেশ-রাজস্থানে 'ল্যান্ডস্লাইড', ছত্তিশগড়ে ফের পদ্ম ফুটিয়ে সন্ধেয় কর্মীদের বার্তা মোদির!
  2. বিজেপি ক্ষমতা দখল করলে রাজস্থানে কে হবেন মুখ্যমন্ত্রী ? চর্চায় 3 নাম
  3. 'সাময়িক বিপত্তি' কাটিয়ে উঠবে দল, বললেন হতাশ খাড়গে
Last Updated : Dec 3, 2023, 11:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details