পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

UP Triple Talaq: ওজন বাড়ায় উত্তরপ্রদেশের মহিলাকে তালাক ! স্বামীকে খুঁজছে পুলিশ - Talaq

মিরাটের (Meerut) বাসিন্দা এক তরুণীর অভিযোগ, বিয়ের পর মোটা হয়ে যাওয়ার কারণে তাঁকে তালাক (Talaq) দিয়েছেন স্বামী ৷

Meerut woman claims husband gave her talaq for gaining weight
Talaq For Gaining Weight

By

Published : Sep 4, 2022, 11:27 AM IST

মিরাট (উত্তরপ্রদেশ), 4 সেপ্টেম্বর: বিয়ের পর মোটা হয়ে যান স্ত্রী তাই তাঁকে 'তিন তালাক' (Triple Talaq) দিলেন স্বামী ৷ উত্তরপ্রদেশ 28 বছর বয়সী এক মহিলা পুলিশের কাছে এমনই অভিযোগ করেছেন ৷ মিরাটের (Meerut) বাসিন্দা ওই তরুণী জানান, আট বছরের আগে তাঁর বিয়ে হয় ।

মহিলার দাবি, বিয়ের পর তাঁর ওজন বাড়তে শুরু করায় স্বামী তাঁকে কটূক্তি ও নির্যাতন করতে শুরু করেন । এরপর তাঁকে বাড়ি থেকে তাঁড়িয়ে দেওয়া হয় ৷ গত এক মাস ধরে নাজমা তাঁর বাবা-মায়ের সঙ্গে থাকেন । এই দম্পতির একটি সাত বছরের ছেলেও রয়েছে ।

আরও পড়ুন:দুমকায় উদ্ধার অন্তঃসত্ত্বা নাবালিকার ঝুলন্ত দেহ, খুনের অভিযোগে গ্রেফতার যুবক

নাজমার অভিযোগের ভিত্তিতে পুলিশ সলমনের বিরুদ্ধে ধারায় মামলা দায়ের করেছে । পুলিশ জানিয়েছে, মহিলা অভিযোগ করেছেন যে 28 অগস্ট তাঁর স্বামী-সহ আরও পাঁচজন মিলে নাজমার বাবা-মায়ের বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন এবং তিন তালাক দিয়ে আসেন (Meerut woman claims husband gave her talaq for gaining weight) । ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে বলে জানান পুলিশ আধিকারিকরা ।

ABOUT THE AUTHOR

...view details