মিরাট (উত্তরপ্রদেশ), 4 সেপ্টেম্বর: বিয়ের পর মোটা হয়ে যান স্ত্রী তাই তাঁকে 'তিন তালাক' (Triple Talaq) দিলেন স্বামী ৷ উত্তরপ্রদেশ 28 বছর বয়সী এক মহিলা পুলিশের কাছে এমনই অভিযোগ করেছেন ৷ মিরাটের (Meerut) বাসিন্দা ওই তরুণী জানান, আট বছরের আগে তাঁর বিয়ে হয় ।
মহিলার দাবি, বিয়ের পর তাঁর ওজন বাড়তে শুরু করায় স্বামী তাঁকে কটূক্তি ও নির্যাতন করতে শুরু করেন । এরপর তাঁকে বাড়ি থেকে তাঁড়িয়ে দেওয়া হয় ৷ গত এক মাস ধরে নাজমা তাঁর বাবা-মায়ের সঙ্গে থাকেন । এই দম্পতির একটি সাত বছরের ছেলেও রয়েছে ।