পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mathura: মথুরায় কৃষ্ণ জন্মভূমি সংলগ্ন ইদগাহে জমি জরিপের নির্দেশ আদালতের - জ্ঞানবাপী মসজিদ

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মথুরায় কৃষ্ণ জন্মভূমি সংলগ্ন ইদগাহে জমি জরিপের নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত ৷ এই নিয়ে মামলা দায়ের করেছিল হিন্দু সেনা (Hindu Sena) ৷ সেই মামলাতেই (Krishna Janmabhoomi-Shahi Idgah Case) এই নির্দেশ দিয়েছে আদালত ৷

Shahi Idgah
শাহী ইদগাহ

By

Published : Dec 24, 2022, 5:05 PM IST

মথুরা (উত্তরপ্রদেশ), 24 ডিসেম্বর: কৃষ্ণ জন্মভূমি-শাহী ইদগাহ মামলায় (Krishna Janmabhoomi-Shahi Idgah Case) শনিবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মথুরার স্থানীয় আদালত বিতর্কিত জায়গা জরিপ করার আদেশ দিয়েছে । হিন্দু সেনার (Hindu Sena) দায়ের করা মামলাতেই এই নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে ৷ এই নিয়ে সবপক্ষকে নোটিশ দেওয়া হয়েছে ৷ আদালতের নির্দেশ মেনে সকলকে চলতেও বলা হয়েছে ৷

আদালতের আরও নির্দেশ, ওই জায়গা জরিপের পর কী তথ্য পাওয়া গেল, তা আগামী 20 জানুয়ারি আদালতে পেশ করতে হবে৷ এই সমীক্ষা করবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ৷ এর আগে অনেকটা একই ভাবে জ্ঞানবাপী মসজিদের (Gyanvapi Masjid) ক্ষেত্রে নির্দেশ দিয়েছিল আদালত ৷ সেখানে ওই মসজিদে ভিডিয়োগ্রাফির মাধ্যমে সমীক্ষা করার নির্দেশ দিয়েছিল বারাণসী আদালত ৷

গত 8 ডিসেম্বর হিন্দু সেনার জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্ত এবং সহ-সভাপতি সুরজিৎ সিং যাদব আদালতে দাবি করেছিলেন যে মুঘল সম্রাট ঔরঙ্গজেব ভগবান কৃষ্ণের জন্মস্থানের 13.37 একর জমিতে মন্দির ভেঙে ইদগাহ তৈরি করেছিলেন । দিল্লির বাসিন্দা বিষ্ণু ও সুরজিৎ হিন্দু সেনার তরফে করা ওই আবেদনে 1968 সালে শ্রীকৃষ্ণ জন্মস্থান সেবা সংঘ বনাম শাহী মসজিদ ইদগাহের মধ্যে করা চুক্তিকেও চ্যালেঞ্জ করেছে ।

উল্লেখ্য, মথুরার (Mathura) শাহী ইদগাহ মসজিদ 1991 সালের উপাসনা স্থান আইনের আওতায় আসে । ওই আইন যেকোনও উপাসনালয়ের স্থানান্তরকে নিষিদ্ধ করা এবং রক্ষণাবেক্ষণের জন্য তৈরি হয় ৷ তবে উপাসনালয়টি 1947 সালের 15 অগস্ট থেকে সংশ্লিষ্ট জায়গা থাকতে হবে ৷ তাহলেই ওই আইন কার্যকর হবে ৷ এই আইনের জন্য এর আগে মথুরার দায়েরা আদালত এই সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিয়েছিল ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, মথুরা শহরে শ্রীকৃষ্ণ জন্মস্থানে মসজিদ নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। এর আগেও মামলা হয়েছে এই নিয়ে। 1968 সালে শ্রীকৃষ্ণ জন্মস্থান সেবা সংস্থা ও শাহি ঈদগাহ ম্যানেজমেন্ট কমিটির মধ্যে জমি বিবাদ নিয়ে মামলা হয়। সেই মামলায় মথুরা আদালত মন্দির ও মসজিদের সহাবস্থানের পক্ষে রায় দেয়। পরে মথুরা দায়রা আদালতে আবেদন জমা পড়ে যে 1968 সালে আদালতের দেওয়া ওই রায় বাতিল করে মসজিদ সরানোর অনুমতি দেওয়া হোক ৷

আরও পড়ুন:মথুরায় শ্রীকৃষ্ণের জন্মস্থান থেকে মসজিদ সরানোর আবেদন আদালতে

ABOUT THE AUTHOR

...view details