নয়াদিল্লি, 30 মার্চ:নতুন মাস শুরু হতে আর মাঝে একদিন ৷ আর এই শনিবার থেকেই শুরু হচ্ছে নতুন আর্থিক বছর। তাতে বেশ কিছু ক্ষেত্রে বদলে যাচ্ছে একাধিক নিয়ম ৷ যা অবশ্যই আমজনতার নিত্য়জীবনে ব্য়াপক প্রভাব ফেলবে। পাশাপাশি নতুন আর্থিক বছরও শুরু হচ্ছে 1 এপ্রিল থেকে। দেখে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে কী পরিবর্তন ঘটতে চলেছে নতুন আর্থিক বছরে ৷ (from Saturn everything is getting expensive)
মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ফের পরিবর্তন হতে পারে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৷ প্রতি মাসের প্রথম দিকেই কোম্পানিগুলো এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করে। গত মাসেও দাম বেড়েছে এলপিজি সিলিন্ডারের। রান্নার গ্যাসের দাম বেড়েছে এক টাকা। একই সময়ে, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 350 টাকা বাড়ানো হয়েছে। শনিবারও গ্যাসের দামের পরিবর্তন হতে পারে ৷ এর পাশাপাশি সিএনজি ও পিএনজি গ্যাসের দামেও নতুন হেরফের হতে পারে। একই সঙ্গে পেট্রোল ও ডিজেলের দামও ওঠানামা করতে পারে। (many rules change from 1st April 2023)
সোনার গহনার বিক্রির নিয়মেও আসছে বদল ৷ এপ্রিলের প্রথম দিন থেকে সোনার গহনা বিক্রির নিয়ম বদলে যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, এপ্রিল থেকে চার সংখ্যার পরিবর্তে ছয় অঙ্কের হলমার্ক বৈধ হচ্ছে। নতুন অলঙ্কারের ক্ষেত্রেই শুধু মাত্র এই নিয়ম কার্যকর হবে। যদিও গ্রাহকরা হলমার্ক ছাড়াও তাদের পুরনো গহনা বিক্রি করতে পারবে।