নয়াদিল্লি, 1 মার্চ:অরবিন্দ কেজরিওয়ালের মন্ত্রিসভা থেকে মঙ্গলবার পদত্যাগ করেছেন আবগারি মামলায় ধৃত মণীশ সিসোদিয়া (Manish Sisodia) ৷ এরপরেই তাঁর পদত্যাগ নিয়ে সিসোদিয়া আবেগঘন চিঠি লিখলেন দিল্লির মুখ্যমন্ত্রীকে ৷ আম আদমি পার্টির এই নেতা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলিকে মিথ্যা বলে দাবি করেন ৷ তিনি পদত্যাগের বিষয়ে জানান, এটি দুর্ভাগ্যজনক যে তিনি 8 বছর ধরে সততার সঙ্গে কাজ করেছেন তা সত্ত্বেও মোদি সরকারের নির্দেশে তদন্তকারী সংস্থাগুলি তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে । তিনি বলেন, "আমি জানি এবং আমার ভগবান জানে এসব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা । এই অভিযোগ আসলে কাপুরুষ ও দুর্বলদের ষড়যন্ত্র ।"
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Delhi Chief Minister Arvind Kejriwal) কাছে ইস্তফাপত্রে সিসোদিয়া বলেছেন, যারা তাঁর সত্যের রাজনীতিতে ভয় পাচ্ছেন তাদের টার্গেট তিনি নন, অরবিন্দ কেজরিওয়াল । প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সিসোদিয়া বলেন, "আজ শুধু দিল্লি নয়, গোটা দেশের মানুষ কেজরিওয়ালকে এমন একজন নেতা হিসেবে দেখছে যার দেশের উন্নয়নের প্রতি দৃষ্টিভঙ্গি রয়েছে ।" চিঠিতে তিনি আরও লিখেছেন, "আজ দিল্লির প্রধান (কেজরিওয়াল) সারা দেশের কোটি কোটি মানুষের জন্য আশার নাম ৷ যারা দারিদ্র্য, বেকারত্ব, অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি এবং দুর্নীতির মতো সমস্যার সম্মুখীন ।"