পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Stabbed for Snacks: ঝগড়া-চড়চাপড় থেকে খুন ! সবের নেপথ্যে স্ন্যাক্স নিয়ে ঝামেলা - স্ন্যাক্সের জন্য খুন

স্ন্যাক্স চেয়ে না পাওয়ায় যুবককে চড় ৷ এর প্রতিশোধ নিতে চড় মারা ব্যক্তির উপর ছুরি নিয়ে হামলা চালাল চড় খাওয়া যুবক ৷ এই হামলার জেরে মৃত্যু হয় জিতেন্দর নামের এই ব্যক্তির ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By

Published : May 7, 2023, 7:06 PM IST

নয়াদিল্লি, 7 মে: স্ন্যাক্স খাওয়া নিয়ে যে এরকম ঘটনা ঘটতে পারে তা বোধহয় কেউ স্বপ্নেও ভাবতে পারবে না ৷ কিন্তু এমনই ঘটনারই সাক্ষী থাকল দিল্লি সংলগ্ন মঙ্গলপুর এলাকা ৷ স্ন্যাক্স না আনার জন্য এক যুবককে চড় মেরেছিল বছর 28-এর এক যুবক ৷ এর প্রতিশোধ নিতে চড় খাওয়া সেই যুবক ও তার সঙ্গীরা ছুরি চালাল চড় মারা যুবকের উপর ৷ শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে ৷ পরে হাসপাতালে চিকিৎসা চলাকালীন ওই যুবকের মৃত্যু হয় ৷

পুলিশ জানিয়েছে এই ঘটনায় অভিযুক্ত চারজনের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে ৷ অভিযুক্তরা হল যতীন, মোহিত ও এক নাবালক ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জিতেন্দর ও তার বন্ধুরা পরিবারের তরফে আয়োজিত একটি অনুষ্ঠানে মদ খাচ্ছিলেন ৷ তখন ঝগড়া হয় ৷ সেই সময় তাদের নির্দেশ মেনে কিছু স্ন্যাক্স আনতে অস্বীকার করলে সেখানে উপস্থিত একজনকে চড় মারেন জিতেন্দর ৷ অভিযোগ, পরে জিতেন্দরকে একা পেয়ে চড় খাওয়া ওই যুবক ও তার সঙ্গীরা জিতেন্দরের উপর ছুড়ি নিয়ে হামলা চালায় ৷

এই বিষয়ে একজন সিনিয়র পুলিশ আধিকারিক জানান, রবিবার সকাল 6টা 14 মিনিটের দিকে তাঁরা এই ঘটনরা বিষয়ে একটি ফোন পান ৷ সেই ফোনে পুলিশকে জানানো হয়েছিল, জিতেন্দরকে ছুরির একাধিক আঘাতে আহত অবস্থায় সঞ্জয় গান্ধি মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসা হয়েছে ৷ খবর পেয়েই পুলিশের দল হাসপাতালে পৌঁছে দেখে অতিরিক্ত রক্তক্ষরণের জেরে আহত যুবক অজ্ঞান হয়ে গিয়েছেন ৷

জিতেন্দরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা ৷ ঘটনাস্থল পরিদর্শন করার জন্য এফএসএল ও ক্রাইম টিমকে ডাকা হয় ৷ এরই মাঝে হাসপাতালে চিকিৎসা চলাকালীন জিতেন্দরের মৃত্যু হয় ৷ এই ঘটনায় প্রাথমিকভাবে আইপিসির ধারা 307 (খুনের চেষ্টা) এর অধীনে একটি এফআইআর দায়ের করা হয়েছে ৷

পুলিশ জানিয়েছে, অনেক সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার পরে জিতেন্দর ও অন্য চারজনের মধ্যে ঝগড়ার মুহূর্ত দেখতে পাওয়া গিয়েছে ৷ সিসিটিভি ফুটেজ থেকে অভিযুক্তদের সনাক্ত করার পর অপরাধীদের ধরতে একাধিক দল গঠন করা হয়েছে ৷ চার অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে ৷ তবে তার মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ পলাতক চতুর্থ অভিযুক্তকে ধরতে অভিযান চলছে ৷

আরও পড়ুন :ধর্ষণ করে খুন, অভিযুক্তের বাড়ির সেপটিক ট্যাঙ্কে মিলল নাবালিকার দেহ

ABOUT THE AUTHOR

...view details