সুরাত, 18 অগস্ট: নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতনের মামলায় দোষী সাব্যস্তকে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল সুরাতের ফাস্ট ট্র্যাক কোর্ট ৷ সেই সঙ্গে 5 হাজার টাকা জরিমানা এবং নির্যাতিতাকে 45 হাজার টাকা সাহায্যের নির্দেশ দিয়েছেন বিচারক ৷ 2022 সালের 8 অক্টোবর কিশোরীকে অপহরণ করে, তাঁকে 6 দিন লাগাতার যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ৷ ঘটনায় দোষী আবদুল মাধিকে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক শকুন্তলা সোলাঙ্কি ৷
এই ঘটনায় কিশোরীর আইনজীবী জানিয়েছেন, সচিন থানা এলাকার এক শ্রমজীবী পরিবারের 17 বছরের কিশোরী জামাকাপড় ধোয়ার কাজ করত ৷ সে রোজ আবদুল মাধির ই-রিক্সায় করে কাজে যেত ৷ 2022 সালের 8 অক্টোবর কিশোরী কাজে যাওয়ার জন্য আবদুলের ই-রিক্সায় ওঠে ৷ অভিযোগ আবদুল তার ই-রিক্সা সচিন এলাকার মোল্লা ডাইং মিলের কাছে দাঁড় করিয়ে দেন ৷ এর পর সেখান থেকে ওই কিশোরীকে জোর করে আমেদাবাদে নিয়ে যায় ৷ সেখান থেকে কিশোরীকে নিয়ে আজমেরগামী একটি বিলাসবহুল বাসে ওঠে অভিযুক্ত আবদুল মাধি ৷