নাগপুর, 21 অক্টোবর: নতুন স্মার্টফোনের জন্য অর্থ দিতে অস্বীকার করায় মাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে গত 18 অক্টোবর ৷ ঘটনাস্থল মহারাষ্ট্রের নাগপুর শহরের হুদকেশ্বর থানা এলাকা । পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টেও ওই মহিলাকে খুনের বিষয়টি স্পষ্ট হয়েছে ৷ নাগপুর পুলিশ একটি খুনের মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ । তদন্তকারীরা জানিয়েছেন, নিহত মহিলার নাম কমলাবাই গুলাবরাও বাডওয়াইক এবং অভিযুক্তের নাম রামনাথ গুলাবরাও বাডওয়াইক ।
নাগপুর এলাকায় বসবাসকারী দীপক বাডওয়াইক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ৷ নিহত মহিলা তাঁর মা ৷ দীপকের অভিযোগ, তাঁর মা কমলাবাই গুলাবরাও বাডওয়াইক তাঁর বড় ভাই রামনাথ বাডওয়াইকের সঙ্গে নাগপুরের সন্ত গজানন মহারাজ নগরে থাকতেন । গত 18 অক্টোবর তাঁর বন্ধু তাঁকে ডেকে জানান যে তাঁর মা কমলাবাই বাডওয়াইককে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভরতি করা হয়েছে । এরপর দীপক হাসপাতালে যান । কিন্তু কিছুক্ষণ পর তাঁর স্ত্রী তাঁকে ফোন করে জানান যে তাঁর মা হাসপাতালে মারা গিয়েছেন ।