হায়দরাবাদ, 20 অগস্ট: তিনি আট মাস ধরে বেকার ৷ অথচ স্ত্রী ভালো আইটি কোম্পানিতে ম্যানেজার হিসেবে কাজ করেন ৷ এই নিয়ে বচসা ৷ যার রোষ গিয়ে পড়ল 8 বছরের নাবালিকা মেয়ের উপর ৷ গলা কেটে তাকে হত্যা করল বাবা ! মেয়ের দেহ লোপাট করার সময় পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার হায়দরাবাদের আব্দুল্লাহপুর মেট থানা এলাকায় ৷ অভিযুক্তের নাম কুন্দেতি চন্দ্রশেখর (40) ৷
জানা গিয়েছে, 2011 সালে চন্দ্রশেখরের সঙ্গে সাঙ্গারেড্ডি জেলার ভেল এলাকার হিমাবিন্দুর বিয়ে হয় । এরপর তাঁরা কিছুদিন আমেরিকায় আইটি সংস্থায় কাজ করেন ৷ তারপর হায়দরাবাদে ফিরে আসেন ৷ সেখানে এসে চন্দননগরে থাকতে শুরু করেন এই যুগল । তারপর হিমাবিন্দু একটি শীর্ষস্থানীয় আইটি কোম্পানির ম্যানেজার হিসেবে কাজ করতে থাকেন ৷ সেসময় চন্দ্রশেখর একজন সাধারণ কর্মচারী হিসেবে কাজ করছিলেন ।
তবে আটমাস আগে চাকরি হারান চন্দ্রশেখর ৷ এরপর থেকেই দম্পতির মধ্যে ঝগড়া শুরু হয় । এর জেরে চার মাস আগে হিমাবিন্দু তাঁর মেয়েকে নিয়ে ভেলে চলে আসেন ৷ তখন চন্দননগরেই থাকতেন তাঁর স্বামী । পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মনে করেন স্ত্রী তাঁর চেয়ে বেশি উপার্জন করে এবং উচ্চ পদে চাকরি করেন বলে তাঁকে ছেড়ে চলে গিয়েছে । চন্দ্রশেখর এও মনে করেন যে স্ত্রীই তাঁর চাকরি হারানোর কারণ এবং তিনি মেয়েকে তাঁর থেকে দূরে রেখেছেন । এরপরেই স্ত্রীকে শাস্তি দিতে নিজের মেয়েকে হত্যা করার সিদ্ধান্ত নেন চন্দ্রশেখর ৷ সেই পরিকল্পনা অনুযায়ী, তাঁদের মেয়ে মোক্ষজাকে খুন করলেন তিনি ৷ সে ভেলের জ্যোতি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ত ।